পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SsSe গল্পাঞ্জলি চতুর্থ পরিচ্ছেদ আমার ঐতিহাসিক নাটক শেষ হইয়া গিয়াছে, এ সংবাদ পাঠাগারেই মিস ক্যাম্বেলকে দিয়াছি । ইতিমধ্যে র্তাহার সহিত আমার ঘনিষ্ঠতা বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে। আমি তাহার আবাসে আরও দুইবার চা পান করিয়াছি। তাহার ব্যবহার ও কথাবার্তায় বুঝিতে পারি, অামাৰুে তিনি আন্তরিক স্নেহ করেন। একদিন বৃটিশ মিউজিয়মে তিনি আমায় বলিলেন—“কল্য আমার হাতে কোনও কায নাই। তোমার নাটকখানি শুনাইবে ?” “বেশ ত। কাল কখন আসিব বলুন ?” *কাল পাঠাগারে আসিবে কি ?” *আসিব ।” “তবে নাটকখানি সঙ্গে আনিও। এখান হইতে একটার সময় গিয়া, কাল আমার সঙ্গে তুমি লাঞ্চ খাইও ।” “বহু ধন্যবাদ। আপনি কাল আসিতেছেন কি ?” “না, আমি আসিব না।” *আচ্ছা—আমি তবে একটার সময় আপনার আবাসে উপস্থিত झहेय !” তখন ডিসেম্বর মাস। শীতটা খুবই প্রচণ্ড ভাব ধারণ করিয়াছে প্রায় প্রতিদিনই তুষারপাত হয়। পরদিন প্রভাতে উঠিয়া দেখিলাম—বৃষ্টি পড়িতেছে। প্রাতরাশ সমাপন করিতে নয়টা বাজিল—বৃষ্টি থামিল না। দশটা ৰাজিল, তবু খামে না। আমার ল্যাণ্ডলেডি প্রচলিত প্রবাদবাক্য *

  • Rain before seven, clear before eleven.