পাতা:গল্পাঞ্জলি.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু جون “কিছু না । তিলমাত্র না । যিনি সকল জীবকে আহার দিচ্ছেন, তিনি আমাদের অনাহারে মারবেন না ।” -এ তোমার দৃঢ় বিশ্বাস ?” “এ আমার দৃঢ় বিশ্বাস ” “তবে আমি বিনোদবাবুকে কাল বলি যে আমার দ্বারা মদ খাওয়া হবে না ?” “বল ।” নলিনী কয়েক মুহূৰ্ত্ত চিন্তা করিল। তাহার কাণের কাছে ভুবনেশ্বর এা বুর শেষ উপদেশ— ছোড়িও না হিম্মৎ, বিসরিও না হরিনাম— ভৈরবস্বননে যেন বাজিতে লাগিল। সে দৃঢ়চিত্তে বলিল—“বেশ । তবে তাই হোক। আমি প্রতিজ্ঞাভঙ্গ করব না । চাকরি ষাক । আমি ভগবানের পায়ে নিজেকে, তোমাদের সমর্পণ করলাম।”—বলিয়া নলিনী স্ত্রীকে বক্ষে বাধিয়া, তাহার মুখচুম্বন করিল। 총 구 靶 臺 * আজ রবিবার। যে তারিখে বিপনৰাবু নলিনীকে এক বৎসর কাল বাড়ীতে থাকিবার অনুমতি দিয়াছিলেন, সেই তারিখ আবার ফিরিয়া আসিয়াছে। গত কলা বৎসর পূর্ণ হইয়া গিয়াছে। আজ প্রভাত হইতে নলিনী অত্যন্ত বিমর্ষ। হেমাঙ্গিনীর মুখখানিও মাজ শুষ্ক—তবে সে মনের ভাব মনে গোপন করিয়া সাধ্যমত স্বামীর চিত্তবিনোদন করিতে চেষ্টা করিতেছে।