পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sbfも গলপ-গ্রন্থাবলী নিশমালা বলিল, “বা হয়ে গেছে, তা হয়ে গেছে। আর কক্ষণো আমি তোমার সঙ্গে ভিন্ন এক পা বাইরে যাব না।” ষষ্ঠ পরিচ্ছেদ পজা অন্তে সহাসিনী তার স্বামীর সঙ্গে পশ্চিমে চলিয়া গেল। এই নিৰবান্ধব পরীতে নিমালা একটি সমবয়সী সহদেয়া সখী পাইয়াছিল—তাহার অভাবে নিমালার বড়ই কটে হইতে লাগিল । কাত্তিক মাসের মাঝামাঝি, নিমালার আর এক বিপদ উপস্থিত হইল। সন্ধ্যার পর যথারীতি বসন্ত আপিসে চলিয়া গেল, কিন্তু তার পরদিন নিদিষ্ট সময়ে সে ফিরিয়া আসিল না। ১oটা বাজিল ১১টা বাজিল, তথাপি স্বামী না আসায় নিম্পমালা বড়ই উৎকণ্ঠিত হইয়া পড়িল। রামাকে ডাকিয়া বলিল, “রামদা, তুমি একবার আপিসে গিয়ে খবর নিয়ে এস না। কি হ’ল, কেন এলেন না, কিছুই বঝেতে পারছিনে যে !” রামা বলিল, “কত দিন বলেছি, আমাকে কি জামাইবাবা তাঁর আপিস চিনিয়ে দিয়েছেন যে যাব ?” নিন্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, “তা হলে কি হবে, রামদা ?” “বাড়ীওয়ালাবাবকে বলিগে। তিনি বোধ হয় সে আপিস চেনেন, তাঁকে সঙ্গে করে নিয়ে বাই।” “তুমি যাও দাদা—শীগগির যাও।” নিৰ্ম্মমলা উৎকণ্ঠিতভাবে রামার আগমন প্রতীক্ষা করিতে লাগিল। হঠাৎ মাঝের দরজা খলিয়া, বাড়ীওয়ালাবাবরে সত্ৰী আসিয়া প্রবেশ করিয়া বলিলেন, “হাঁ বাছা, রাম বলছে আজ ছেলে নাকি বাড়ী আসেন নি ?” “হ্যাঁ মা। আমি বড় ভাবনায় পড়েছি। কি হবে মা ১" “ভয় কি, হয়ত কোনও কাজে আটকে পড়েছেন। তিনি বললেন, মেষেকে জিজ্ঞাসা করে এস জামাই কোন আপিসে চাকরী করেন, তা হ’লে উনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসবেন ৷” নিশমলা সরোদনে বলিল, “খবরের কাগজের আপিসে কাজ করেন।" “তা ত হ’ল, কিন্তু কোন খবরের কাগজের আপিসে ?” "ইংরেজী খবরের কাগজ ।” “কিন্তু সে কাগজের নাম কি ? ইংরিজী খবরের কাগজ ত অমন কত বেরোয় কলকাতায় ।” ‘তা জানিনে মা ইংরেজী খববের কাগজ, তাই জানি ।” “আচ্ছা, কত্তাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও । বলিয়া তিনি চলিয়া গেলেন। পাঁচ সমস্ত প্রধান প্রধান ইংরেজী খবরের কাগজের আপিসেই আমি যাব, গিয়ে খোঁজ করব r" নিৰ্ম্মলা তখনও আহার করে নাই জানিয়া তিনি তাহাকে খাওয়াইবার জন্য পীড়াপীড়ি করিতে লাগিলেন। নিম্নমালা বলিল, “না মা, তাঁর খবর না পেলে আমি কিছুতেই খেতে পারব না। আমার গলা দিয়ে অন্ন-জল গলবে কেন ?" অবশেষে অনেক কটে তিনি নিম্মলাকে এক গলাস সরবৎ পান করাইয়া গহে গেলেন। বেলা দেড়টার সময় বাড়ীওয়ালাবাব ফিরিয়া আসিলেন। তাঁহার সত্ৰী আসিয়া নিশমলাকে জানাইলেন, কলিকাতার সমস্ত ইংরাজী দৈনিকের আপিসেই তিনি গিয়াছিলেন, কিন্তু বসন্তকুমার বস কেহ কোথাও চাকরী করে না।