পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেকসুর খালাস । * 家) পিয়ারী। এ পরামর্শ মন্দ নয়। কিন্তু কোনও পলিস হাগামা হবে না ত ? নবাব। ইংরাজের পলিস সেখানে কোথা ? সেখানে ওঁর নিজের পলিস। উমি . যা খাসী তাই করতে পারেন। মহারাজ যদি ওকে খনও করে ফেলেন, তা হলেও কেউ বলবার নেই। * *. - পিয়ারী। খন করবে নাকি ? তা হলে কিন্তু আমি মেয়ে দেবো না নবাব সাহেব। নেই বা হল পেটের মেয়ে এত দিন পষেছি, একটা মায়া জন্মে গেছে ত! আখেরে ওর ভাল হবে, রাজরাণীর মত সখে-স্বচ্ছন্দে থাকবে, তাই আমি রাজি হয়েছিলাম। নবাব। না না, পাগল নাকি ? খন করবে কেন ? ওর উপর ফুরিাজের ভয়ানক ঝোঁক হয়েছে—মিটি কথা বলে, ভালবেসে, ক্ৰমে ওকে বশীভূত করে নেবেন। • পিয়ারী। এত ঝোঁকই হয়েছে যদি, তবে পাঁচ লাখ দিতে রাজি হচ্ছেন না কেন ? আড়াই লাখ পেলে আপনার অনেকটা দেনাই ত মিটে যেত। নবাব। চেণ্টা করতে আমি কি কসর করছি, না করবো ? যদি তিন লাখের বেশী মহারাজ উঠতে না-ই চান, তা হলে, দেড় লাখ তোমারই বটে, কিন্তু আপাততঃ এক লাখ তুমি নিয়ে দলাখ আমায় দিও পিয়ারী ! তা হলে দুটো বড় বড় মহাল আমি ছাড়িয়ে নিতে পারবো, আমার আয় বাড়বে, তোমার টাকা আমি দুই এক বছরেই শোধ করে দেবে। 曝 歌 পিয়ারী। মহারাজ কবে আমাদের যেতে বলেন : নবাব। তিনি এক হস্তার বেশী আর কলকাতায় থাকতে চাইছেন না ! বলছেন, আমি যে দিন রওনা হব, তার দুই এক দিন আগেই তোমরা রওয়ানা হলে ভাল হয়। পিয়ারী। তা হলে আজ থেকে ধরন, পাঁচ দিন পরে। কালা-বোবাটার সম্বন্ধে কি করা যায় ? - নবাব । ও ত এখন ভাল হয়েছে, উঠে হোটে বেড়াতে পারে, ওকে" তখন বিদেয় করে দিলেই হবে। পিয়ারী। সেই ভাল। নবাব। এখন তবে আমি উঠি পিয়ারী ! পিয়ারী। এখনই যাবেন ? সন্ধ্যার পর আসবেন কি ? নবাব। না, আজ নয়। বড় ব্যস্ত আছি । আচ্ছা, কাল সন্ধ্যার পর এসে তোমার দুটো গান শনবো। পিয়ারী। এখানেই কিন্তু আপনার খাবার তৈরী থাকবে। নবাব । বেহেতর। - ব্যাপার আমি সবই বুঝিলাম। এই নর-রাক্ষস ও নারী-রাক্ষসীর প্রতি ঘৃণা ও ক্ৰোধে আমার মন পরিপণ হইয়া উঠিয়াছিল, তথাপি নবাবকে প্রস্থানোদাত দেখিয়া আমি দাঁড়াইয়া উঠিয়া সেলাম করিলাম। 橡 নবাব আবার আমার পিঠ চাপড়াইয়া বলিল, “গড় বয়। গড় বয়!” পিয়ারী নবাবের সঙ্গে সঙ্গে বাহির হইয়া গেল । সে রাত্রে লায়লী আসিয়া আমার খাবার দিল। দধে ভিজানো পাউরাটী এবং একটা আপেল। আমি আহার-দারীর পানে বিষন্ন-নয়নে চাহিয়া রহিলাম। - পরদিন বিপ্রহরে আহার শেষ করিয়া পিয়ারী লায়লীকে বলিল, “আজ নবাব রাত্রে এখানে খাবেন। আমি মাকেটে চললাম। তুই ঘর-দোর দেখিস শনিস, বখলি ?” লায়লী বলিল, “আচ্ছা মা ।” g খেতে দিস।”