পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“cधरघब्र छेच्छखाल” OO6. পাঠ যখন শেষ হইল, রাত্রি তখন প্রায় সাড়ে নয় ঘটিকা। সকলেই বলিলেন, প্রথম প্রয়াসের পক্ষে নাটকখানি বেশ ভালই হইয়াছে বলিতে হইবে। সখানে পথানে চরিত্রগুলিও বেশ ফুটিয়া উঠিয়াছে। বিশেষতঃ গানগুলি বেশ সন্দের। কেহ কেহ বলিলেন, ইহা কোনও ভাল থিয়েটারে অভিনয়াথ দেওয়া উচিত, গণের আদর নিশ্চয়ই হইবে। নিম্মলবাব জিজ্ঞাসা করিলেন, “বইখানি ছাপাচ্ছেন ত?" উমাচরণবাবু বলিলেন, “না হে, আগে ছাপিও না। আগে কোনও থিয়েটারে খাতাখানি দাও। ওরা ত জিনিষটে ঠিক সাহিত্যের দিক থেকে দেখবে না, ওরা দেখবে স্টেজে এটা জমবে ভাল কি না। সেইজন্যে ওরা অনেক সময় নাট্যকারকে দিয়ে সখানে প্ৰথানে বদল-সদল করিয়ে নেয়, হয়ত একটা সীনকে সীনই বাদ দেয়, কিংবা নাট্যকারকে দিয়ে লিখিয়ে একটা নতন সীনই ঢুকিয়ে নেয়। সেই সবগুলো হয়ে গেলে তারপর বই ছাপানো ভাল।” গোপালবাব মাথা নাড়িতে লাগিলেন। বলিলেন, “না হে অবিনাশ, তা কোরো না। তোমার মত একটা লোকের পক্ষে, নাটকের খাতা বগলে করে আর পাঁচটা ছোড়া নাট্যকারের সামিল হয়ে থিয়েটারের কত্তাদের কাছে হেইগো মশাই হেইগো মশাই বলে দরবার করতে যাওয়া—সেটা বড়ই অপমানজনক হবে । আমি কি চাই জান ? আমি চাই, বইখানি ছাপা হোক,—কাগজে কাগজে তার সমালোচনা বেরকে, থিয়েটারওয়ালারাই এসে অভিনয়ের অধিকারের জন্যে তোমার কাছে দরবার করকে। কি বল হে যোগেন ?" গোপালবাবর এই যুক্তিই সকলে মানিয়া লইলেন। অবিনাশবাবর প্রিয়ছাত্র পঞ্চানন একজন কবি, নানা মাসিকপত্রিকার সহিত তাহার সম্পক আছে, কবিতার বহিও সে দইখানি ছাপাইয়াছে। প্রেস ঠিক করিবার প্রফে দেখিবার ও সমালোচনা বাহির করাইবার ভার সে গ্রহণ করিল। ङिन “প্রেমের ইন্দুজাল" নাটক আজ ছয় মাস হইল প্রকাশিত হইয়াছে, কাগজে কাগজে উহার উচ্চ প্রশংসাযুক্ত সমালোচনাও বাহির হইয়াছে, কিন্তু কোনও থিয়েটারের অধ্যক্ষ এখনও উহার অভিনয় অধিকার লাভের জন্য অবিনাশবাবরে নিকট দরবার করিতে আসিলেন না। দেখিতে দেখিতে পজা আসিয়া পড়িল । গরদোস লাইব্রেরী হইতে হিসাব পাওয়া গেল, ছয় মাসে মোট সতেরখানি মাত্র বহি বিক্রয় হইয়াছে। হিসাব দেখিয়া সষমার মুখখানি মলিন হইয়া গেল। অবিনাশবাবর বকটিও অত্যন্ত দমিয়া গেল। কিন্তু মনের সে ভাব তিনি গোপন করিয়া সষেমাকে বলিলেন, “দেখ বউ, এতে নিরুৎসাহ হবার কিছুই নেই। এ ত উপন্যাস নয়, এ হল নাটক। নাটক প্রধানতঃ কোথায় বিক্ৰী হয় জান ? থিয়েটারে, অভিনয়ের সময়। থিয়েটার দেখতে গিয়েই লোকে নাটক কেনে। নইলে শধে ঘরে বসে পড়বার জন্যে নাটক কেনে খুব অলপ লোকেই ।” সষমা বলিল, “কিন্তু ওঁরা যে বলেছিলেন, বই বেরলে থিয়েটারওয়ালারা অভিনয় অধিকারের জন্যে আমাদের দরজার মাটি চাষে ফেলবে, তাই বা কোথায় ? কাগজে কাগজে বইয়ের যে অত সংখ্যাতি বেরলে, তারই বা ফল কি হল ?" অবিনাশবাবা বলিলেন, “হ্যাঁ; তুমিও যেমন । ঐ সব মাসিকপত্র-টর থিয়েটারওয়ালারা পড়ে বঝি ? তাদের সময় কোথা ? এমন একখানা ভাল নাটক যে বেরিয়েছে, সে খবরই এখনও হয়ত তাদের কাছ পৌছয়নি। বই যে খব ভালই হয়েছে, তার প্রমাণ ত やノミO