পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆෆෆ %. গলপ-গ্রন্থাবলী DDDD BBBB uBBDD DDDD DDDS DDDD BB DD DBB BD গেল না। বিদ্যাসাগর মহাশয় মাঝে মাঝে, এ ঘর ও ঘর সে ঘর p DDDBBBS DD BDD DD BBD uS BBD DDDDB BB DD DBBS SHBB BB BBBS BBB BBB BBDSAg BBBBB S BD DDDD DDD DS “ও বিদ্যেসাগর। হাত চালিয়ে নাও না, হী করে কি দেখছ ” “ও বিদ্যেসাগর । পায়েসটায় যে ধোঁয়ার গন্ধ বেরিয়েছে”—আবার সঙ্গে সঙ্গে শব্দ আসে—“চপ চপ চাপ ।” বিদ্যাসাগর মহাশয় ত কিছুই ঠিক করিতে পারেন না। লজ্জায় কাহাকেও জিজ্ঞাসাও করিতে পারেন না। অবশেষে এই মহাপরেষেরও লজ্জার বাঁধ ভাগিল । অতিমাত্র কৌতুহলী হইয়া তিনি মিতমখে শিবদাসবাবকে ব্যাপারটা কি জিজ্ঞাসা করিলেন। শিবদাসবাব হাসিতে হাসিতে পাধের ইতিহাস সবিস্তারে নিবেদন করিলেন —শুনিয়া বিদ্যাসাগর মহাশয়ও প্রচার হাস্য করিতে লাগিলেন। আহারাদি শেষ হইয়া গেলে বিদ্যাসাগর মহাশয় সেই প্রস্ত সঙ্কুচিত পাচক ব্রাহ্মণকে ডাকাইয়া আনিয়া আপনার সম্মখে বসাইলেন। বলিলেন—“তা, বেশ হয়েছে, তুমিও বিদ্যেসাগর, আমি বিদ্যেসাগর, আজ অবধি তুমি আমার মিতে হলে।” সেই পাচক ব্রাহ্মণের সহিত প্রতিবেশীবন্থর মত তিনি আলাপ করিতে লাগিলেন—তাহার ঘরের সংবাদ লইলেন, তাহার সখেদঃখের কাহিনী অবগত হইলেন। চন্দ্রমোহনকে লইয়া গিয়া ছাপাখানায় তিনি একটা চাকরী করিয়া দিয়াছিলেন এবং তাহাকে লেখাপড়া শিখাইবারও বন্দোবস্ত করিয়াছিলেন। কিন্তু ভাগ্যদেবী চন্দ্রমোহনের প্রতি সম্প্রসন্না ছিলেন না—সে সেখানে থাকিতে পারে নাই। হইতে “ বিদ্যাসাগর শাহাজাদা ও ফকিরকন্যার প্রণয়-কাহিনী প্রথম পরিচ্ছেদ পারস্যদেশে প্রাচীনকালে এক মহা প্রতাপশালী বাদশাহ ছিলেন। তাঁহার একটি মাত্র পত্র জন্মগ্রহণ করিয়াছিল। বাদশাহের একজন কনিষ্ঠ ভ্রাতাও ছিল। আসন্নকাল উপস্থিত হইলে বাদশাহ নিজ ভ্রাতাকে শয্যাপাশেব ডাকিয়া কহিলেন—“ভ্রাতঃ, আমি ত চলিলাম। আমার পত্রটি অতি শিশু। যতদিন পৰ্য্যন্ত সে যৌবনাবস্থা প্রাপ্ত না হয়, ততদিন তাহার পথানে তুমিই রাজ্য কর। আমাদের প্রাতঃস্মরণীয় পন্বেপর্যগণের মখে যাহাতে উজ্জবল হয়, এইরুপ দয়া-ধম্ম সহকারে প্রজাপালন করিতে থাক। আর প্রকার কহিয়া, আত্মীয় সবজনগণের নিকট বিদায় গ্রহণ করিয়া, ঈশ্বর ও মোহম্মদের পদে মন সমপণ করিয়া, তিনি ইহলোক হইতে বিদায় গ্রহণ করিলেন। ছোট ভাই বাদশাহ হইলেন, শাহজাদা যদুবরাজ পদে অভিষিক্ত হইলেন। নতন বাদশাহ পরম সুখে রাজত্ব করিতে লাগিলেন। যবেরাজের শিক্ষা দীক্ষার বন্দোবস্ত হইল, কিন্তু বাদশাহ হকুম করিলেন—“যুবরাজ সব্বদা অন্তঃপরেই থাকিবেন, বাহিরে আসিতে পাইবেন না।”