পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য ఫిసె এমন কি, পাশ্চাত্যদেশে পৰ্য্যস্ত এই পত্রিকার গ্রাহক ও পাঠক রয়েছেন। পারমার্থিক সাময়িক,পত্রিকার মধ্যে ইহার প্রচার সৰ্ব্বোপরি । কুমতবাদ-খণ্ডনে সম্প্রদায়-বৈভব-সাহিত্য এবং সম্বন্ধাভিধেয়-প্রয়োজন-সাহিত্য-প্রচারে এই পত্রিকাসাহিত্য অদ্বিতীয়। শুদ্ধ-সেবা-সাহিত্য-প্রচারে ‘গৌড়ীয়” গত সাত বৎসরকাল যে কি কাৰ্য্য ক’রেছেন, তা ' গৌড়ীয়ের সাত বছরের স্বচীপত্ৰ হ’তেই একটা দিগ্‌দৰ্শন হ’তে পারে। তারপর ঐল ভক্তিবিনোদ ঠাকুরের গৌড়ীয়সাহিত্য-প্রচারকারী ‘শ্ৰীসজ্জনতোষণী’ পত্রিকা ওঁ বিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সম্পদকত্বে, প্রথমে বাংলা ভাষায়, তৎপরে অধুনা ইংরেজী, সংস্কৃত ও হিন্দি—এই চতুর্মুখে প্রকাশিত হয়ে বিশ্বপত্রিকাসাহিত্যের চিন্তা-ভাব-ভাষা-পরিভাষা-জগতে এক মহাযুগান্তরের স্বচনা করেছে। বর্ষত্রয় যাবৎ বিশ্বপত্রিকাসাহিত্য-সাম্রাজ্যে মহা-অভাবনীয় অভিনবতার সাহিত্যসিংহাসন আবিষ্কৃত হ’য়েছে। মহাপ্রভুর আবির্ভাবভূমি গৌড়পুরের সারস্বত-তীর্থ হ’তে ওঁ বিষ্ণুপাদ ভক্তিসিদ্ধান্ত-সরস্বতী গোস্বামী প্রভুপাদের অভীষ্টানুসারে ‘দৈনিক-নদীয়া-প্রকাশ’ নামক একমাত্র শুদ্ধ পারমার্থিক সাময়িক পত্র সমগ্র ভারতে প্রকাশিত হচ্ছে। “দৈনিক নদীয়াপ্রকাশ” পত্র-গৌড়ীয়-সাহিত্য-গৌরব, গৌড়ীয়গৌরব, বিশ্ব-বৈষ্ণব-গৌরব।