পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बैंटेष्ङग्नुभन्नल গৌড়ীয়-চরিত-সাহিত্যে ঐলোচন দাসের ‘শ্রীচৈতন্তমঙ্গল’ নামক পাচালি গ্রন্থটাও বিশেষ উল্লেখযোগ্য । শ্ৰীলোচন দাস র্তার শ্রীচৈতন্যমঙ্গল’ মুরারি গুপ্তের কড়চার আদর্শে রচিত হ’য়েছে ব’লে গ্রন্থের প্রারম্ভে স্বীকার ক’রেছেন। ঐখণ্ডনিবাসী ঐগেীয়-পার্ষদ ঐনরহরি সরকার ঠাকুরের শিষ্য শ্ৰীল লোচন দাসের চৈতন্যমঙ্গল পঞ্চদশ শক-শতাব্দীর শেষভাগে বৰ্দ্ধমান-জেলার অন্তর্গত কোগ্রামে গৌরগুণ ও গৌরচরিত বর্ণনমুখে গানোপোযোগী পণচালি গ্ৰন্থরূপে রচিত হ’য়েছিল ৷ শ্ৰীল লোচন দাসের শ্ৰীচৈতন্যমঙ্গল নামক পাঁচালি গ্রন্থের ,অনুকরণ করেই মনে হয় এককালে বঙ্গীয় সমাজে যাত্রার দল প্রভূতির বিশেষ প্রচার হয়েছিল । বর্তমানে কোন কোন প্রাকৃত-সাহিত্যিক সম্প্রদায় গৌড়ীয় সাহিত্যিক সমাজে সম্পূর্ণ অজ্ঞাত-কুলশীল একজন কল্পিত জয়ানদের নামে চৈতন্যমঙ্গল’শীর্ষক একটী কৃত্রিম প্রাচীনকল্প পয়ারী ভাষায় লিখিত পুথি প্রচার করতে বিশেষ ব্যস্ত আছেন এবং সেই কল্পিত জয়ানন্দের হস্তাক্ষর প্রভৃতিও অবৈধভাবে প্রদর্শন ক’রে উক্ত কল্পিত চৈতন্যমঙ্গলের প্রামাণিকতা স্থাপন করতে প্ৰয়াস করছেন। শুধু তাই নয়, কোন কোন সাহিত্যিক আবার সেই কল্পিত