পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છિ চণ্ডকৌশিক ।

বিদু —আমার তো মনে হয়, দেবী রাগ করবেন। রাজা –তাই বটে, কোন সন্দেহই নেই । দেবীর কোপের কারণ ও যথেষ্ট আছে । “সচিবের ইহারে কি রাজকাৰ্য্যে রাখিল ধরিয়া ? অথবা সে সখীদের সখ্য-রসে গেল কি মজিয়া ? কিম্বা বুঝি গিয়াছে সে অন্য কোন প্রিয়া-সন্নিধানে —তাই বুঝি ধূৰ্ত্ত এবে নাহি অাসে অামার এখানে ৷” —এইরূপ প্রিয়া মোর কোপ-কষায়িত নেত্রে গলিতাশ্র-ধৌত-আননে নিশ্বসিয়া মুহুমুহ, অামারে বঞ্চক বলি” কত কি ভাবিছে মনে মনে ॥ অপিচ 2— বেশ-ভূষা করি রঙ্গে যাপিল প্রদোষ-কাল হয়ে অতি উৎসুক-আস্তর । তার পর চাহি" চাহি” আমার পথের পানে কাটাইল দ্বিতীয় প্রহর । “সে শঠ না এল” বলি’ বিহবল হইয়া করি’ অশ্রু বিসর্জন, বেশ-ভূষা তেয়াগিয়া শয্যোপান্তে করি মুহ পাশ্ব-বিবৰ্ত্তন,