পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস } 9 • ১৪-১৫ খ্ৰীকৃষ্ণের রূপে মুগ্ধ হইয়া কুলবতী নারী কুল ত্যাগ করিয়া আপনার যৌবন দান করে ।


عمے

● ● 枪金 তিরোত হাম সে অবলী হৃদয় আখল ভাল মন্দ নাহি জানি । বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখালে আনি ॥ হরি, হরি এমন কেন বা হ’ল । ৫ বিষম বাড়ব তানল মাকারে আমারে ডারিয়া দিল ॥ বয়সে কিশোর রূপ মনোহর অতি সুমধুর রূপ। নয়নযুগল করয়ে শীতল లి বড়ই রসের কূপ । ● নিজ পরিজন সে নহে আপন • বচনে বিশ্বাস করি । চাহিতে তা পানে পশিল পরাণে বুক বিদরিয়া মরি। Aż চাহি ছাড়াইতে ছাড়া নাহি চিতে এখন করিব কি । কহে চণ্ডীদাসে শ্যাম নবয়সে ঠেকিলে রাজার ঝি ॥ § বাড়ব-অনলু, দাবানল | ৭। ডারিয়া—ফেলাইয়া । نامه ها গঙ্কার সই, কি আজু দেখিল রঙ্গ । *জাদু গিয়াছিমু যমুনার কুলে इंश् छद्वि बन गण ॥ 0. এক কালা দেহ, বসন ভূষণ চূড়াটি টলিয়া বামে । * & হেরম্ব অমুজ তাহে আরোপিত বেড়িয়া কুসুমদামে ॥ তার মাঝ দিয়া ময়ুরের পাখা হেলিছে দুলিছে বায় । যেমন রবির সুতার তরঙ্গ ১০ লহরী তেমতি প্রায় ॥ তাহে শশধর মলয় চন্দন তার মাঝে গোরোচনা ৷ তাহার সৌরভ পেয়ে অলিকুল করে আসি আনাগোনা ॥ Ꮌ☾ নাসা খগ জিনি এই দুই নখিলে নয় । আকৰ্ণ পূরিত সে ছুটি লোচন চঞ্চলে শোভিত তায় ॥ কটাক্ষ মিশালে হাসির হিল্লোলে ২০ অমিয়া বরিখে রাশি । দেখিয়া লে রূপ হেন মনে করি সদা থাকি নিশি দিশি ॥ গলে বনমালা কিবা করে আলা যমুনা দুকূল ভরি। સ્વ: পীতবাস অতি কাঞ্চন মুরতি করেতে মুরলী ধরি ॥ এত দিন বসি গোকুল নগরে ন। দেখি না শুনি কাণে । এমন মুরতি গড়ে কোন বিধি ৩• - দ্বিজ চণ্ডীদাস ভণে ॥ - ৬ । হেরম্ব অম্বুজ—কাৰ্ত্তিক ; কিন্তু অর্থ হয়-কি ? ? ১• । রবির সুতার—রবির কিরণের—কিরণ স্বত্রের ※ 蓉 蓉 聯 矶研1