বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t 象 চাৰুনীতি পীঠ। স্বরে বলিতে লাগিল, “ হা অদৃষ্ট ! আমি এই দরিত্র পত্রবাহক মার্টিন না হইয়া যদি ঐ যুবা ভদ্রলোক হইতাম— হায়! উনি যদি আমার সহিত ভাগ্য পরিবর্তন করেন।” ঐ যুবার শিক্ষক মাটিনের অগোচরে তাহার সমস্ত কথা শুনিয়া ছাত্রকে সমুদয় জ্ঞাত করিলেন। তাহাতে যুবক গাড়ী হইতে মুখ বাহির করিয়া মার্টিনকে নিকটে আসিতে সঙ্কেত করিলেন আর বলিলেন, “ক্ষুদ্র বালক, তবে তুমি কি আমার সহিত ভাগ্য পরিবর্তন করিবে ?” মার্টিন তটস্থ হইয়া বলিল, “না, না, মহাশয়! আমাকে মার্জন করুন, আমি যাহা বলিয়াছি তাহাতে আমার কোন মন্দ অভিপ্রায় ছিল না।” যুবক বালকের এই কথা শুনিয়া বলিলেন, “আমি তোমার প্রতি রাগ করি নাই, বরং আমি তোমার সহিত ভাগ্য পরিবর্তন করিতে সৰ্ব্বান্তঃকরণে ইচ্ছা করি।” মার্টিন বলিল, “না মহাশয়! আপনি পরিহাস করিতেছেন, আপনার মত ভদ্র ধনাঢ্য যুবকের কথা দূরে থাকুক, এ জগতে এমন কেহই নাই যে আমার ন্যায় হতভাগার সহিত ভাগ্য পরিবর্তন করিতে চাহে । আমাকে প্রত্যহ অনেক ক্রোশ করিয়া হাটিতে এবং যৎসামান্য কষ্টোপার্জিত আহারে দিনপাত করিতে হর ।” যুবক বললেন, “ভাল, আমার যাহা নাই,কিন্তুতোমার আছে তাহা যদি আমাকে দাও, আমি তাহাহইলে আমার যাহা কিছু অাছে, সমস্তই তোমাকে প্রতিদান করিতে পারি।” মার্টিন অবাক হইয়া এক দৃষ্টে চাহিয়া রহিল। শিক্ষক