পাতা:চারুনীতি-পাঠ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 চাৰুনীতি পাঠ । দুঃখী হইলেও আপনাকে পরম সুখী ও ভাগ্যবান বলিয়া মনে করিব। কিন্তু যেহেতু পরমেশ্বরের ইচ্ছা যে আমি এ প্রকার খঞ্জ ও রুগ্ন থাকি, আমি সাধ্যমত সহিষ্ণু ও সন্তুষ্ট থাকিতে সৰ্ব্বদা চেষ্টা করি এবং ঈশ্বর আমাকে দয়া করিয়া অপরাপর যে সকল সুখ প্রদান করিয়াছেন তাহার জন্য র্তাহাকে ধন্যবাদ করি। হে বালক ! তুমিও সেই প্রকার করিবে । সৰ্ব্বদা স্মরণ করিবে যে দয়াময় ঈশ্বর তোমাকে স্বাস্থ্য ও বলরূপ যে অমূল্য সম্পত্তি দিয়াছেন, তাহা উৎকৃষ্ট যান বা অশ্বের ন্যায় সামান্য পদার্থের সহিত কখনই বিনিময় হইবার নহে ।”


o = o-----------------سه

এক জ্ঞানাভিমানী পণ্ডিত ও একটী ক্ষুদ্র বালক । এক জ্ঞানাভিমানী পণ্ডিত ঈশ্বরের স্বরূপ সম্যক হৃদয়ঙ্গম করিবার জন্য কৃতসঙ্কল্প হইয়া গভীর চিন্তায় নিমগ্ন হইলেন, কিন্তু কিছুই বোধগম্য করিতে না পারিয়া অবশেষে ভগ্নহৃদয়ে জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করিবার জন্য সমুদ্রতীরে গমন করিলেন। তিনি সমুদ্রজলে প্রাণ বিসর্জন করিবেন, কিন্তু কি জানি জীবনের প্রতি কেমন আশ্চর্য্য মমতা যে সহসা ঐ দুঃসাহসিক কার্য্যে প্রবৃত্ত হইতে র্তাহার হৃদয় সঙ্কুচিত হইল, আর তাহার প৷ উঠিল না। তিনি কিছু সময় সমুদ্রতটে পদচার, করিতে আরম্ভ করিলেন। সন্মুখস্থ জলধির উপর অসংখ্য তরঙ্গের ন্যায় তাহার হৃদয়ে রাশি রাশি চিন্তা একটার পর আর একটা উদয় হইয়া বিলীন হইতেছিল। এদিকে সেই বালুকাময় তীরে একটা ক্ষুদ্র বালক গৰ্ত্ত