বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ । ᎼᏙᎼ পূৰ্ব্বোক্ত গল্প একটী সত্য ঘটনা। ইহা হইতে কি জামাদের শিখিবার কিছুই নাই ? ছাগাদি নিকৃষ্ট জন্তুগণ সময়ে সময়ে এমন এক একটী কৌতুক ও বিস্ময়জনক আচরণ প্রদর্শন করে, যাহা দেখিলে ও যাহার অনুসরণ করিলে মনুষ্য কতই উপকার পাইতে পারেন। আমরা সচরাচর দেখিতে পাই জগতের লোক এমনই দুৰ্ব্বিনীত যে কেহ কাহারও নিকট মস্তক অবনত করিতে প্রস্তুত নহেন, তাই জগতে কত সময়ে কত মহান অনর্থ ঘটিয়া থাকে। একটি বিনয়স্বচক বাক্য ৰা আচরণ কত সময়ে কত ভীষণ যুদ্ধ নিবারণ করিয়া কতশত মনুষ্যকে অস্বাভাবিক অকালমৃত্যু হইতে রক্ষা করিতে পারিত—একটী বিনয়স্থচক বাক্য বা আচরণ কত সময়ে ভ্ৰাতায় ভ্রাতায় অপ্রণয়, কলহ, সৰ্ব্বস্বাস্তকারী মকৰ্দমা প্রভৃতি গুরুতর অমঙ্গল ও বিপৎপাত হইতে তাহাদিগকে রক্ষা করিয়া পারিবারিক বিমল সুখেয় স্রোতকে অনিরুদ্ধ রাখিতে সক্ষম হইত—কত সময়ে কত কুপিত জনের দুৰ্জ্জয় ক্রোধ, কত অভিমানীর প্রচণ্ড অভিমান, ইত্যাকার বিসদৃশ ভাব বিদূরিত করিয়া পৃথিবীকে এক অপূৰ্ব্ব সুখ ও শাস্তির নিলয় করিতে পারিত। কিন্তু হায়! মনুষ্য সহজে নতশির হইতে চায় না। সে বুঝিবে না যে মস্তক অবনত করাতেই তাহার সমধিক গৌরব ও অনুপম শোভা হইয়া থাকে জগতে দেখিতে পাওয়া যায় লোকে ধনজন, বলবুদ্ধি, বিদ্যা, সৌন্দৰ্য্য প্রভৃতি লইয়। গৰ্ব্ব করিয়া থাকেন। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে তাহারা বিবেচনা করেন না যে ধনী যদি বিনয়ী হন, বলবান যদি নিরীহ হন, বিদ্বান ও বুদ্ধিমান যদি ফলভরাবনত-পাদপ ( २ )