পাতা:চারুনীতি-পাঠ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ । WON হুইবে ইহাতে অণুমাত্র সন্দেহ নাই। অভ্যাসের ক্ষমতা এত অধিক যে ইহা স্বভাবকেও কিয়ৎপরিমাণে অতিক্রম করিতেপারে। বহুদিন কারাগারে নিক্ষিপ্ত ব্যক্তি স্বাধীনতা পুনঃপ্রাপ্ত হইয়াও প্রথমে কিছুদিন স্বাধীনতা সুখের আস্বাদ পায় না । তাহার পক্ষে কারাগৃহের রুদ্ধ বায়ু যেন মুক্তগগণের মুক্তবায়ু অপেক্ষা অধিকতর প্রীতিকর । ২য় । যাহার মন যে পৰ্য্যায়ে উন্নত হইয়াছে, তাহার মন সেই পৰ্য্যায়ের উপযোগী বিষয়ে অধিক সংযত হয়। ঘোর বিষয়াস ন্ত ব্যক্তির মনে সাংসারিক বিষয় যে প্রকার স্থান পায়, ধৰ্ম্মের উচ্চ উচ্চ বিষয় তাদৃশ স্থান পায় না। ভাবুক কবি স্বভাব-সৌন্দর্ঘ্যে যেমন মোহিত হইয়া আত্মবিস্মত হইতে পারেন,চিন্তাবিহীন লোক সেই শোভায় তাদৃশ মনোনিবেশ করিতে পারে না। অতএব মনের পর্য্যায়মত কাব্য অবলম্বন করা মনোযোগ সাধনের অন্যতর প্রধান উপায় । ৩য়। অবলম্বিত হিতকর কায্যের শেষদিন স্মরণ করিয়া আশাপূর্ণ হৃদয়ে অপেক্ষা করা মনোযোগ সাধনের আর একটা প্রকৃষ্ট উপায়। কাজ করিতে করিতে চিত্ত বিচলিত হইতে পারে, কিন্তু সেই উচ্ছঙ্খল মনকে স্ববশে আনিতে হইলে, শেয ফলের প্রতি অশান্বিত হইয়া দৃষ্টকয়িতে হইবে। যদি উদ্যম ও পরিশ্রম শক্তি হ্রাস হইরা পড়ে, তাহ ঐ আশার সংযোগে জাবার শতগুণ বৰ্দ্ধিত হইবে। H ඝ