পাতা:চারুনীতি-পাঠ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o চাৰুনীতি পাঠ । জ্ঞান-সাধন । বাইবেলে বর্ণিত আছে, ডেভিডের পুত্ৰ সলোমন পিতার মৃত্যু হইলে রাজ্যাধিকার প্রাপ্ত হইয়া প্ৰভু পরমেশ্বরের পূজার্থ জিবিয়ান নামক স্থানে গমন করেন। রাত্রিকালে স্বপ্রাবস্থায় জগদীশ্বর সলোমনের নিকট আবিভূত হইয়। বলিলেন“আমি তোমাকে কি দিব, প্রার্থনা কর।” তরুণভূপতি পার্থিব ধন, মান, ঐশ্বৰ্য্য, দীর্ঘায়ুঃ প্রভৃতি কিছুই প্রার্থনা না করিয়া বলিলেন, “প্রভু, তুমি যখন কৃপা করির এ দাসকে অসংখ্য প্রজাবৃন্দের অধীশ্বর করিয়াছ তখন আর কি চাহিব, যাহাতে সত্য ও অসত্য নির্ণয় করিয়া এই অসংখ্য প্রজাপুঞ্জকে স্বশাসনে রাখিতে পারি,আমাকে এ প্রকার বিশুদ্ধ জ্ঞান দেও।” এই কথায় পরমেশ্বর পরিতুষ্ট হইয়া বলিলেন, “ তুমি ধন মান দীর্ঘজীবন শত্ৰুকুলধবংস এ সকল না চাহিয়া প্রকৃত জ্ঞান ভিক্ষা করিলে, আমি তোমাকে প্রার্থিত বিশুদ্ধ জ্ঞান ত দিলাম এবং তদ ভিন্ন তুমি, ধন মানাদি যাহা প্রার্থনা কর নাই, তাহাও অযাচিতভাবে প্রাপ্ত হইলে, এবং যদি তুমি আমার সেবক, তোমার পিতা, ডেভিড়ের ন্যায় সত্য ও ন্যায় পথে চল, আমি তোমাকে দীর্ঘ জীবন প্রদান করিতেও ক্ষান্ত থাকিব না” । - সলোমন জাগ্রত হইলেন। জেরুজালেমে প্রত্যাগত হইয়া প্রভূ পরমেশ্বরের পুজাৰ্চনা করিয়া দাসদাসী প্রভৃতি সকলকে ভোজ দিলেন । তৎপরে ক্রমে র্তাহার গভীর জ্ঞান প্রকাশ পাইতে লাগিল। তিন সহস্ৰ জ্ঞানগর্ভ বচন এবং পঞ্চাধিক সহস্ৰ সংগীত র্তাহার জ্ঞানের পরিচয় দিতেছে। লোমনের