বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 চাৰুনীতি পাঠ । अर्ूर्नि করিবার জন্য গুরুতর পরিশ্রম করিয়াও যিনি পাঁচ শত ছিন্নবস্ত্রপরিহিত বালক বালিকাদিগকে দুঃখদুর্গতি হইতে উদ্ধার করিয়াছিলেন, সেই মুচী—আমাদের জাত্যভিমানী হিন্দুজাতির মধ্যে যে অস্পৃশ্য বোধে সমাজের হেয় ও নিন্দিত—সেই মুচী জন পাউণ্ডস, পাচ শতাধিক আত্মার সদগতি সাধন করিলেন। অহে ! এতাদৃশ মহাত্মার জীবন কি স্বৰ্গীর সৌন্দর্ঘ্যে বিভূষিত নহে ? এ জীবনের কার্য্যদেখিয়া কি حمير আমাদের নিজ জীবনের প্রতি ধিক্কার উপস্থিত হয় না ? বাস্তবিক আমরা কি মনুষ্য ? আমরা নিতান্তই জড় ! তাই আমাদের জীবনের কোন মূল্য নাই, কোন মনোহারিত নাই। যদি আমাদের জীবনের মূল্য থাকিত, যদি তাহাকে সৌন্দর্ঘ্যে ভূষিত করিতে পারিতাম, হাহা হইলে শত শত লোক আমাদের চরিত্র দেখিয়া অ t ठू

झु 残 ইত । অনলের সৌন্দৰ্য্য দেখিয়া পতঙ্গ যেমন স্বতঃই আল্পষ্ট হয়, মিষ্ট পদার্থের তাম্ৰাণ পাইয়া পিপীলিকা, মক্ষিক প্রভৃতি যেমন অক্লিষ্ট হয়, সেই প্রকার আমাদের চরিত্র যদি মধুময় সৌন্দর্ঘ্যে পূর্ণ হইত তাহা হইলে দলে দলে লোক আরষ্ট হইত। যেখানে সৌন্দর্য্য সেই গানে ভালবাসা । ভালবাসার তত্ত্ব যিনি আলোচনা করিয়াছেন, তিনি তানায়াসে বুঝিতে পারিবেন যে সৌন্দৰ্য্য শারীরিক, মানসিক, বা আধ্যাত্মিক, যে প্রকার হউক, মানবহৃদয়কে অদৃশু বন্ধনে আপনার দিকে আকর্ষণ করিয়া থাকে। তবে তুমি বিলাপ করি ও না যে লোকে আমাকে গ্রাহ্য করিল না, সুখ্যাতি সপ্যাতির প্রতি ববির-হইরা ক্ষুদ্র ক্ষিত নাই, সেই শক্তিমাত্র সম্বল লইয়া, সৰ্ব্বশক্তিমান ঈশ্বরের