পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NS 8 V ঙ্গের ভিতরে একটা সরু চিমটা গলাইয় তাহাকে ধরিয়া টানিয়া আনিবে। দ্বিতীয়। ঐ পাথুরি যদিস্তাৎ নরম থাকে, তবে চিমটার দ্বারা তাহাকে ভগ্ন করিয়া খণ্ড ২ করিয়া ৰাহির করিতে পারিবে । তৃতীয়। পাথুরি যদিস্তাৎ বড় ও শক্ত হইয়া থাকে ও তাহাকে চিমটার দ্বারা টানিয়া আনিতে অথবা ভগ্ন করিতে না পারা যায়, তবে এক খণনি সরু ছুরির মুখেতে কিঞ্চিৎ মোম লাগাইয়া সেই ছুরিকে লিঙ্গের ভিতরে পাথুরির নিকট পর্যন্ত গলাইয়া দিয়া নলির নীচের চৰ্ম্ম অর্থাৎ যে স্থান দিয়া প্রস্রাব নির্গত হয়, তাহাকে বরাবর লম্বাতে মুখ পৰ্য্যন্ত চিরিয়া দিবে। পরে চিমটার দ্বারা সেই পাথুরিকে ধরিয়া বাহির করিলে প্রস্রাব নিগত হইবে। তাহার কিঞ্চিৎ ক্ষণ পরে দুই দিগের চৰ্ম্মকে একত্র জুড়িয়া মলমের পট আড়বাগে বসনইয়া তাহাতে নেকড়া জড়াইয়া বান্ধিয়া দিবে, পরে অলপ দিবসের মধ্যে ঐ ঘা শুষ্ক হইয়া সকল বিষয় আরাম হুইবে । চতুর্থ। লিঙ্গের মধ্যে অথবা কোন স্থানেতে যদিস্তাৎ পাথুরি আটক হইয়া থাকে, এবং অঙ্গুলির দ্বারা টিপিয়া তাহা ঠিকৰূপে জানিতে পারা যায়, তবে সেই স্থানের চৰ্ম্ম অর্থাৎ কেবল সেই