পাতা:চিকিৎসাসার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ পল্প হইয় এক নলীদ্বারা পিত্তকোষ ও কলিজার নলীর মধ্যে আসিয়া ঐ রসের সহিত মিশিত হইয়া তাহাকে পাতলা করিয়া ঐ নলীর দ্বারা আন্ত্রিকের ভিতরে প্রবেশ করিয়া খাদ্য দ্রব্যাদির সহিত মিশ্ৰিত হইয়া তাহা জীর্ণ করে। মেটিয়া । মেটিয়া টাঙ্গান আছে। তাহার আকৃতি রম। কলায়ের ন্যায় ও তাহা লম্বা আন্দাজ ৪ বুরুল হইবেক, তাহার অনুপ্রস্থ গোলাকার। আর দুইটি নলী উভয় মেটিয়ার মধ্যস্থলহইতে নির্গত হইয়া ফোকনার সহিত সংযুক্ত হইয়াছে। ঐ উভয় মেটিয়াহইতে মুত্রজল উৎপন্ন হইয়া ঐ নলীর দ্বারা বিন্দু ২ হইয়া আসিয়া ফোকনার মধ্যে জমা হয় । ফোকন । তলপেটের নীচে যে হাড় আছে তাহার পশ্চাতে চৰ্ম্মের একটি থৈলি টাঙ্গান আছে, তাহাকে ফোকন কহা যায়। ঐ ফোকনা সময়ানুসারে বড় ও ছোট হয়, অর্থাৎ তাহার মধ্যে মুত্রজল জমা হইলেই সে বড় হয়, আর ঐ মুত্র নির্গত হইৰা