পাতা:চিকিৎসাসার.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"రివె জন্যে মাংসীয় শিরের মুখহইতে সরু রজজুর ন্যায় অতিশয় মজবুত শিরসমূহ উৎপন্ন হইয়া অঙ্গুলির উপরে প্রবেশ করে, ও তাহার দ্বারা অঙ্গুলির হাড়সমূহ খেলিতেছে, এবং অঙ্গুলিসমূহ অতিশয় মজবুত ও সরু হইয়াছে । চতুর্থ মাংসময় শির, অর্থাৎ শরীরের যত লাল ংস আছে, সে কেবল শির। ঐ মাংসময় শিরের দ্বারা শরীরের সকল হাড় চলাচল হইতেছে। প্রত্যেক শির কতক মোটা ও কতক সরু, এবং কতক লম্বা ও কতক খাটো হইয়াছে। তাহ গোচ্ছা হইয়া বদ্ধ হইয়াছে। তাহাদিগকে পৃথক রাখিবার জন্যে প্রত্যেক গোচ্ছার চতুঃপার্শ্বে অতিশয় পাতলা এক খানি চৰ্ম্ম খাপের ন্যায় হইয়া আচ্ছাদিত হইয়াছে। আর ঐ গণইট যে ২ দিগে খেলে, সেই ২ দিগে তাহাকে র্থেচিবার জন্যে একটি ২ শির আছে। ঐ শিরের দুই মুখ গণইটের উভয় হাড়ের সহিত যুক্ত হইয়াছে, ও যে স্থানে ঐ শিরেতে কোন আঘাত হয়, সেই স্থানের গণইট খেলিতে পারে না। এই শিরসমুহের মধ্যে কতক শির স্বয়ং হাড়ের উপরিভাগের সহিত সংযুক্ত হইয়াছে, ও কতক রজ্জ্বর ন্যায় সরু অন্য শিরের দ্বারা জড়িত হইয়াছে। মনুষ্যানুসারে ঐ শির সরু ও মোটা হইয়া থাকে, অর্থাৎ