পাতা:জীবনসঞ্চার.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brᏬ জীবনসঞ্চার । অধিক প্রায় কাহার ও হয় না, শেষের সন্তানগুলি প্রায়ই দুৰ্ব্বল হয়। আমাদের মতে বারটা অপেক্ষা অপসংখ্যক সন্তান উৎপন্ন করাই ভাল । গর্ভাবস্থায় প্রৌঢ়াবস্থার পর এবং ঋতুর পনর দিবস পরে স্ত্রীলোক গর্ভধারণে সক্ষম হয় না । সুতরাং এই সময়ে রতিক্রিয়া করিলে সন্তান উৎপন্ন হুইবার সম্ভাবনা থাকে না । পিতা যখন অধিক সন্তান পোষণের ব্যয়ভার গ্রহণ করিতে অক্ষম হইবেন, মাত। যখন প্রসবকষ্টে ভগ্নস্বাস্থ্য হইয়া পড়িবেন, তখন তার সন্তান উৎপন্ন না করাই কৰ্ত্তব্য। এরূপ স্থলে ঋতুকালের পনরদিবস মধ্যে রতিকাৰ্য্য না করাই উচিত। কখন কখন রতিকাৰ্য্য একেবারে বন্ধ রাখ! আবশ্যক। অনেকে বলিতে পারেন যে শেষ নিয়মটা প্রতিপালন করা কঠিন । যিনি স্ত্রীকে বাস্তবিক ভাল বাসেন তিনি স্ত্রীর কষ্ট নিবারণের জন্য ইহাও করিতে প্রস্তুত হইবেন তদ্বিষয়ে সন্দেহ নাই । অনেক লোকে গর্ভসঞ্চারণ নিবারণের অন্যান্য অনেক উপায় নিৰ্দ্ধারণ করিয়া থাকেন। রতিক্রিয়ার অব্যবহিত পরে প্রসবদ্বারে পিচকারি