পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ग अ: ] মহীপাল (১ম)। ২২৯ নাই।” “প্রাচীন সহীি-রাজ্য ধ্বংস করিয়া সুলতান মহমুদ যখন উত্তর পথের প্রসিদ্ধ নগরসমূহ ধ্বংস করিতে ছিলেন, শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন, অনুমান করেন যে, গৌড়েশ্বর তখন "বারাণসী ধামকে কীৰ্ত্তিরত্বে সজ্জিত করিতে গিয়া তন্ময় হইয়া পড়িয়াছিলেন” । “স্থানীশ্বর, মথুরা, কানাকুঞ্জ, গোপাদ্রি, কলঞ্জর সোমনাথ প্রভৃতি নগর, দুর্গ ও পবিত্র তীর্থসমূহ যখন ধ্বংস হইতেছিল, তখন উত্তরাপথের পুৰ্ব্বাদ্ধের অধীশ্বর পরম নিশ্চিন্ত মনে “কন্মানুষ্ঠান” করিতে ছিলেন । দুর্জের গোপাদ্রিদুর্গ অধিকৃত হইল, প্রাচীন কান্তকুজ নগরে বৎসরাজ, নাগভট ও ভোজদেবের বংশধর রাজ্যপাল দেব আত্মরক্ষায় অসমর্থ হইয়। মহমুদের শরণাগত হইলেন। মহমুদ তাহাকে আশ্রয় দিয়া রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করিলে, চন্দেঙ্গরাজ গণ্ডের পুত্র বিদ্যাধরের আদেশে কচ্ছপখাত বংশীয় জৰ্জ্জুন রাজ্যপালের মস্তক ছেদন করিয়াছিলেন ( ১ )। তখনও কি গৌড়েশ্বর বৈরাগ্য অবলম্বন করিয়াছিলেন ?” যিনি "অনধিকৃত-বিলুপ্ত-পিতৃ-রাজ্যের উদ্ধার সাধন করিয়াছিলেন, স্বাহার বাহুবলে দিগ্বিজয়ী চোল-ভূপতি রাজেন্দ্র চোলের উত্তরবঙ্গ অভিযান বাধাপ্রাপ্ত হইয়াছিল, তাহাকে কাপুরুষ বলা চলে না । মহমুদ কর্তৃক সোমনাথ মন্দির ধ্বংসের সময়ে, সাহি রাজ্যের পতনকালে বা কাৰুকুক্ত ও কালঞ্জর রাজ্যের বিপদে মহীপালও নিরাপদ ছিলেন না । (১) ঐবিদ্যাধরদেব কার্ষানিরতঃ ঐ রাজপালং হঠাৎ কঃস্থি fচ্ছদনেক বাণ নিবহৈ হত্ব1মহতাহিবে। ডিউীরাবলি চন্দ্রমণ্ডল মিল জল কলাপোজলৈ ত্ৰৈলোক্যং সকলং ষশোভিরচলৈ ঘেঁজিপ্রমাপুররS" ॥ দুবকুণ্ডে আবিষ্কৃত বিক্রমসিংহের শিলালিপি। Epigraphia Indica, Vol Il P237.