পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । هونا লাভ করিতেছে। এই শিক্ষাদান ব্যাপারে সরকার বাহাদুর চারি কোটি মুদ্রারও অধিক ব্যয় করেন। 尊 হিন্দু ও মুসলমানগণ কখনই স্ত্রী-শিক্ষার বিরোধী ছিলেন না সত্য, কিন্তু বিদ্যালয় স্থাপন করিয়া বালিকাগণকে শিক্ষা দিবার ব্যবস্থা ভারতে পূর্বে ছিল না। ইংরাজ-রাজই ধনী ও নিৰ্দ্ধনের কন্যাদিগকে শিক্ষা দিবার সুব্যবস্থা করিয়াছেন। এক্ষণে প্রায় ছয় সহস্র বিদ্যালয়ে বহু সহস্ৰ বালিক শিক্ষা প্রাপ্ত হইতেছে। এতদ্ব্যতীত উচ্চ শিক্ষার জন্য দশটি স্ত্রী-কলেজেরও প্রতিষ্ঠা হইয়াছে। সক্রেটিস্। খুষ্টের জন্মের প্রায় পাঁচ শত বৎসর পূর্বে গ্রীসে ও ভারতবর্ষে দুই মহাপুরুষ জন্মগ্রহণ করেন। তাহাদের একের জন্মস্থান অপরের জন্মভূমি হইতে বহুদূরবর্তী ; কিন্তু আবির্ভাবকালে তাহারা পরস্পরের সমসাময়িক। সক্রেটিস্ ও বুদ্ধ উভয়েই মানবজাতির শিক্ষক, উভয়েই মানবকে অজ্ঞানতা হইতে মুক্ত করিবার জন্য স্বীয় স্বীয় ভাবে জীবন উৎসর্গ করিয়াছিলেন। গ্ৰীসদেশের অন্তঃপাতী এথেন্‌স নগরের উপকণ্ঠে খৃষ্টাব্দের ৪৭০ * বৎসর পূর্বে মহাত্মা সক্রেটিস জন্মগ্রহণ করেন। সক্রেটিসের