পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূজার ভূত প্ৰথম অধ্যায় আমার নাম তারক। কলিকাতায় আমি বাের্ডিংয়ে থাকি। পূজার সময় আমি বাড়ী আসিয়াছি। আমার নিজের বাড়ী নয়, মামার বাড়ী । মামার বাড়ীতেই আমরা মানুষ হইয়াছি। আমি ও আমার ভগিনী প্রভা। শামীমাসী আমাদিগকে মানুষ করিয়াছে। আমার মাকেও সে মানুষ করিয়াছিল। শামীমাসী সদৃগোপের মেয়ে। ভাই ও ভগিনীগণ। আমি বলিলাম,- “শামীমাসী! আজি তোমাকে একটি গল্প বলিতে হইবে। কেমন মেঘ করিয়াছে। দেখ! কেমন অন্ধকার হইয়াছে। কেমন টিপা-টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। আর বাতাসের একবার জোর দেখ। পাতার ভিতর দিয়া শো-শো করিয়া চলিতেছে। যেন রাগিয়া কি বুলিতেছে। এই অৰ্দ্ধারে এমন দুৰ্য্যোগের সময় ভূত-প্ৰেত সব বাহির হয়! বাপুরে! গা যেন শিহরিয়া উঠে86% শামীমাসী বলিল,- “এই পূজার প দুৰ্যোগের সময়, তোমার মাকে লইয়া আমি বড় বিপদে পড়িয়াছিলাম। সে কথা মনে করিলে ভয়ে আমার বুক ধড়ফড় করে ।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কি হইয়াছিল। শামীমাসী?” শামী উত্তর করিল,— “না, সে কথা এখন তোমাদিগকে আমি বলিব না । তোমরা ছেলেমানুষ! সে কথা শুনিলে তোমাদের ভয় করিবে।” Vz আমরা সকলেই বলিলাম,- “সে কথা শুনিলে আমাদের ভয় করিবে না।” যাহা হউক, অনেক জেন্দা-জেদের পর শামীমাসী সে গল্প বলিতে সম্মত হইল। শামীমাসী বলিল,— “তারক ও প্রভার মায়ের নাম সীতা ছিল। সীতার মা, অর্থাৎ তোমাদের মাতামহীর নাম তারামণি ছিল। মৃত্যুশয্যায় তিনি আমাকে বলিয়া যান, — "শামী! আমার কাছে তুই সত্য করা যে, সীতাকে তুই কখন ছাড়িয়া যাবি না। সীতা পাঁচ বৎসরের শিশু, পৃথিবীতে তাহার আর কেহ নাই।” সীতাকে আমি দিদিমণি বলিয়া ডাকিতাম। আমি বলিলাম,- “মােঠাকরুণ! দাদাবাবু (অর্থাৎ তোমাদের মারা ভাই) ও দিদিমণি কোথায় কাহার কাছে থাকিবে, তাহা আমি জানি না। দিদিমণি যাহাদের কাছে থাকিবে, তাহারা যদি আমাকে ছাড়াইয়া দেয়, তাহা হইলে আমি কি করিতে পারি? কিন্তু তাহারা যদি আমাকে রাখে, তাহা হইলে তোমার গায়ে হাত দিয়া আমি দিব্য করিয়া বলিতেছি যে, দিদিমণিকে আমি কখন ছাড়িব না?” WSF57 sig QԳՎ) sNAls viði (SS BS! ro www.amarboi.com ro