পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিতেছিলে?” বড়ালমহাশয় সে প্রশ্নের কোন উত্তর প্রদান করিলেন না। একটু চিন্তা করিয়া কেবল বলিলেন, — “বটে।” অন্ধকার ঘরে গোপনভাবে খাদা ভূতের বাসের জন্য যথাপ্রয়োজন দ্রব্যাদির তিনি আয়োজন করিয়া দিলেন। খাদা ভূত অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করিল। বড়ালমহাশয় দুই দ্বারে তালা বন্ধ করিয়া দিলেন। তাহার পর সকলে স্ব স্ব স্থানে প্রস্থান করিলেন। প্রস্থান করিবার পূৰ্ব্বে য় বিনয় ও সুবালাকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন,- “শাকচুনির হাড় কখনও দেখিয়াছ?” বিনয় হাসিয়া উত্তর করলেন, —“শীকচুন্নির হাড়। সে আবার কি?” বড়ালমহাশয় বলিলেন,- “আজ নয়। কাল প্ৰাতঃকালে সকল কথা বলিব। বোধ হয় শাকচুনির হাড়ও দেখাইতে পারিব।” নবম অধ্যায় ভারতের বুশিডো (Bushido) সন্ধ্যা হইতে তখনও বিলম্ব ছিল। ফুলগাছগুলি দ্বিনিমন্ত সুবালা তাড়াতাড়ি বাগানে গমন করিলেন। দূরে পুষ্করিণীর ঘাটে দাঁড়ায়ু, গলী পালিত মৎস্যদিগকে আহার প্রদান করিতেছিল। তাহাকে দেখিয়া চপলার কর্কুটুম্বালার মনে পড়িল। বৃক্ষের শুষ্ক কষ্ঠের উপর তিনি বসিয়া পড়িলেন। সে স্থানে বৃষ্ট্রিী। তিনি ভাবিতে লাগিলেন,- “উইলের প্রকৃত তত্ত্ব এখন অবগত হইলাম। খাদা ভূত যে’ভূত নহে-মানুষ, তাহাও এখন বুঝিলাম। কিন্তু চপলা, কোথায় গেল?” ধীরে ধীরে বিনয় সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। কাষ্ঠের অপর পার্শ্বে তিনিও উপবেশন করিলেন। বিনয় বলিলেন, — “চিন্তার বিষয় বটে! আশ্চৰ্য্য কথা আজ আমরা শুনিলাম। এরূপ ঘটনা উপন্যাস-পুস্তকেই কল্পিত হয়। গৃহস্থের সংসারে এইরূপ ঘটনা সত্য সত্য প্ৰায় ঘটে না ।” সুবালা বলিলেন,- “চপলার কথা আমি ভাবিতেছি। চপলা কোথায় গেল? যে রাত্রিতে চপলা অন্তৰ্হিত হয়, সে রাত্রির সেই মা গো” চীৎকার খাদা ভুতও শুনিয়াছিল।” বিনয় বলিলেন— “যথাকলে এ সমস্যারও বোধ হয় মীমাংসা হইবে। কিন্তু এখন তোমাকে জিজ্ঞাসা করি এ সম্পত্তি সম্বন্ধে তোমার অভিপ্ৰায় কি?” সুবালা উত্তর করিলেন,- “বিজয়বাবুকে কল্য আমি পত্র লিখিব। দাদামহাশয়ের বাক্সর ভিতর একখানা কাগজে তাঁহার ঠিকানা ছিল, তাহা আমি পাইয়াছি।” সুবালা উত্তর করিলেন,- “তাঁহাকে লিখিব যে, এ বিষয় আমার নহে, এ বিষয় আপনার । আপনি আপনার সম্পত্তি বুঝিয়া লউন।” বিনয় বলিলেন, “এত গোলমালো আবশ্যক কি? বড়ালমহাশয় সত্য বলিয়াছেন যে, উইল 1775 Pięcia sNAls viði (SS BS! ro www.amarboi.com ro RSS