পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলায়ন করিব।” সুবালা উত্তর করিলেন,- “আমি সামান্য বালিকা ধৰ্ম্মের কথা আমি কি জানি? চিরকাল যাহা চলিয়া আসিতেছে, আমি তাঁহাই করি। বাল্যকালের স্নেহ-মমতা আমি ভুলি নাই। তোমাকে আমি বড় ভাই বলিয়া জানি। সেই স্নেহ-মমতা স্মরণ করিয়া তোমাকে আমি কিছু বলিব না। আমার বড় ভাই পাগল হইয়া আমাকে কুকথা বলিয়াছে—এইরূপ বিবেচনা করিয়া তোমাকে আমি ক্ষমা করিব। চল, নীেকা লইয়া বাড়ী চল । কল্য প্ৰাতঃকালে বড়াল মহাশয়কে বলিয়া তোমাকে টাকা দিব। কাশী, বৃন্দাবন প্রভৃতি নানা দেশে ভ্ৰমণ করিলে নানারূপ নূতন নূতন বিষয় দেখিলে তোমার এ ক্ষিপ্ততা দূর হইবে। তখন কোন স্থানে বাস করিয়া তুমি কাজকৰ্ম্ম করিতে পরিবে। কিন্তু এ গ্রামে তুমি আর কখন আসিতে পরিবে না। আমার সহিত আর কখন তুমি সাক্ষাৎ করিতে পরিবে না। আমার আজ্ঞা অমান্য করিলে তোমার অনিষ্ট হইবে। তখন আর আমি তোমাকে ক্ষমা করিব না।” - না? তুমি এখন কোথায় আছ, বাছাধন? চারিদিকে চাহিয়া দেখ। অকূল সমুদ্রের মাঝে সামান্য একখানি নীেকাতে একাকিনী তুমি আমার নিকট বসিয়া আছ। তোমার টাকা এখন কোথায়? এখন আমি তোমার হৰ্ত্তা-কৰ্ত্তা বিধাতা । আমি মনে করিলে তোমার জীবন দিতে পারি। পুনরায় তোমাকে জিজ্ঞাসা করি,- কল্য প্ৰাতঃকালে আমার সহিত কলিকাতা পলায়ন করিয়া, সে স্থানে অন্য কোন ধৰ্ম্মে দীক্ষিত হইয়া, তুমি আমাকে বিবাহ করিবে কি না? বিশেষ বিবেচনা করিয়া উত্তর দিবে। কারণ, যদি বল “হাঁ, তাহা হইলে তোমার প্রাণরক্ষা হইবে। যদি বল “না’, & সুবালা বলিলেন,- “আমার উত্তর চাও? আমার উত্তর এই— না, না, না। আমি মরিতে ভয় করি না। ভগবানের যদি ইচ্ছা হয়, তাহা হইলে মরিব । আমাকে জীবিত রাখিতে যদি তাহার ইচ্ছা হয়, তাহা হইলে এই নিজৰ্জন জলাতে কোন না কোন উপায়ে তিনি আমার প্রাণরক্ষা করিবেন।” ধনুকধারী বলিল,- “বার বার, তিন বার, এই শেষ বার আমি তোমাকে জিজ্ঞাসা দীক্ষিত হইয়া, তুমি আমাকে বিবাহ করিবে কি না?” সুবালা বলিলেন, — “আমিও এই শেষ বার তোমার প্রশ্নের উত্তর দিতেছি যে, তোমার প্রস্তাবে সম্মত হওয়া অপেক্ষা মৃত্যু আমার পক্ষে শত সহস্র গুণে শ্ৰেয় । আর আমি তোমার সহিত কথা কহিব না। তুমি অতি পাপিষ্ঠ, তুমি অতি নরাধম, তোমার সহিত কথা কহিলেও পাপ হয়। আমার উত্তর এই — না, না, না।” ধনুকধারী বলিল,— “বটে। তবে দেখ, আমি কি করি।” পাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro cata