পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গল্প প্ৰথম পরিচ্ছেদ ডমরুধারের শিব-সাধনা ডমরুধরের পূজার দালান। প্রতিমা প্ৰস্তৃত। পঞ্চমীর দিন। পূৰ্ব্বের মতই প্ৰতিমার পার্শ্বে বসিয়া ডমরুধর বন্ধুবর্গের সহিত গল্পগাছা করিতেছেন। লম্বোদর জিজ্ঞাসা করিলেন,- “তোমার প্রতিমায় এ বৎসর ব্যাঘ কেন? কাৰ্ত্তিকের ওরূপ বেশ কেন?” ডমরুধর উত্তর করিলেন, — “ও কথা আর কেন বল ভাই! যে বিপদে পড়িয়ছিলাম, তা আমিই জানি।” সকলে জিজ্ঞাসা করিলেন, — “কি হইয়াছিল?” লম্বোদর বলিলেন,- “আবার বুঝি একটা আজগু র সূচনা হইতেছে!” ডমরুধর বলিলেন,- “তোমাদের শুনিয়া কাজ ক্লিষ্ট दनिऊ फ़ॉद मों।” সকলের কৌতুহল জন্মিল। বলিবার নিমিতুষ্ট্ৰেলৈ সাধ্য-সাধনা করিতে লাগিলেন। অনেক সাধ্য-সাধনার পর ডমরুধর বলিতে আরম্ভ করিলে সন্ন্যাসি-হাঙ্গামায় পড়িয়া আমার সূক্ষ্মঞ্জরীর আকাশে ভ্ৰমণ করিয়াছিল। অবশেষে যমালয়ে । সে গল্প পূৰ্ব্বে আমি বলিয়াছি। সেই অবধি সশরীরে আকাশ-ভ্ৰমণ করিতে আমার বড় সাধ হইয়াছিল। যতদূর চলে, মায়ের পূজা আমি গঙ্গাজল দিয়া সারি। গঙ্গাজলে মা যত পরিতোষ লাভ করেন, এমন আর কিছুতেই নয়। বিশেষতঃ আমাদের কাটি-গঙ্গার জল। কিন্তু পূজার জন্য প্রজাদের নিকট হইতে আমি ঘূত, মধু, পীঠ প্রভৃতি আদায় করি। তাহা আনিবার নিমিত্ত এই আশ্বিন মাসে আমি সুন্দরবনে আমার আবাদে গিয়াছিলাম। আসিল। গান গাহিয়া বার্ষিক চাহিল। আমার কাছারি হইতে পূজার সময় তাহারা চারি আনা বার্ষিক পায়। এবার সে বার্ষিক আমি বন্ধ করিয়া দিলাম। প্রথম তাহারা অনেক মিনতি করিল। শেষে যখন দেখিল যে, তাহদের বচনে আমি ভিজিবার ছেলে নই, তখন আমাকে অভিশাপ দিয়া গেল,- “পীর গোরাচাঁদের ব্যাঘ তোমাকে গ্ৰাস করুক।” শুনিলাম যে, পীর গোরাচাঁদ এক সিদ্ধপুরুষ ছিলেন। প্ৰকাণ্ড এক ব্যাঘা চড়িয়া সুন্দরবন অঞ্চলে তিনি ভ্ৰমণ করিতেন। তাঁহার অনেক ধন ছিল। যাহাকে তিনি যাহা বলিতেন,তাহাই ফলিত। আমি মনে মনে ভাবিলাম যে, সিদ্ধ হওয়া ব্যবসাটি তবে মন্দ নহে। আমিও সিদ্ধ হইব। আমি ডমরুধার; আমার অসাধ্য কি আছে? usag-Pfals ԵrՀԳ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro