পাতা:দশকুমার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বপীঠিকা। V) উদ্দেশ পাইলেন না। অবশেষে বিন্ধ্যাটবী মধ্যে রাজ্ঞীর নিকট উপস্থিত হইলেন । রাজ্ঞী বসুমতী তাহদের নিকট রাজার 'অমৃদেশ বাৰ্ত্ত শ্রবণ করিয়। প্রগাঢ় শোকে এককালে অভিভূত ও উন্মত্তপ্রায় হইলেন, এবং অবিলম্বেই প্ৰাণ পরিত্যাগের স্থির নিশ্চয় করিলেন । মন্ত্রিগণ বলিলেন রাজ্ঞি ! মহারাজ এখনও জীবিত থাকিলেও থাকিতে পারেন । বিশেষতঃ দৈবজ্ঞমুখে শুনিয়াছি আপনকার গর্ভে সৰ্ব্বশত্রুবিনাশন সৰ্ব্বভূমির অধীশ্বর সন্তান রহিয়াছেন । এক্ষণে আপনকার প্রাণ পরিত্যাগ করা কোন রূপেই উচিত নয় । মন্ত্রিগণের প্রবোধ বচনে বসুমতী তৎকালে কিঞ্চিৎ শান্ত হইলেন । কিন্তু অবিলম্বেই তাহার শোকানল প্রবল রূপে প্রজ্বলিত হইয়| উঠিল । তখন আর ক্ষণমাত্রও জীবন রক্ষণয় সমর্থ ন হইয়া উদ্বন্ধ মরণ অবধারণ করিলেন । নিশীথ সময়ে সকলকে নিদ্রাভিভূত দেখিয়া নিঃশব্দ পদে বাট হইতে বাহির হইলেন । এবং বিন্ধ টবীর প্রান্তভাগে গিয়া উত্তরীয় বস্ত্র দ্বার এক বট বৃক্ষের শাখায় উদ্বন্ধনের উদ্যোগ করিয়া উচ্চস্বরে কহিলেন “ হে নাথ ! জন্মান্তরে ও যেন আমি তোমাকেই স্বামী পাই ,, । রাজহংসের অশ্বগণ, অরণ্যপথে রথের গতি রোধ হওয়াতে ঘটনাক্রমে সেই বট বৃক্ষের নিকটেই দণ্ডায়মান হইয়া রহিয়াছিল । তৎকালে রজনীর হিমানী সম্পর্কে রাজার মৃচ্ছ ভঙ্গ হওয়াতে, স্ত্রীলোকের আত্তনাদ তাহার কর্ণগোচর হইল। শুনিয়াই স্বরপরিচয়ে মহিষী বসুমতী জানিতে পারিয়া সত্ত্বর তাহাকে আহ্বান করিলেন । বসুমতী অকস্মাং এইরূপ অচিন্তনীয় আহান ধ্বনি শ্রবণ করিয়া তথায় উপস্থিত হইলেন, দেখিলেন মগধনাথ জীবিত রহিয়াছেন । তখন স্বামীর সন্দর্শনে তাহার অনিৰ্ব্বচনীয় আনন্দোদয় হইল। পরে বিন্ধ টবী ভবনে অমত্য গণের নিকট উভয়ে উপস্থিত হইয়া তত্তাবৎ বৃত্তান্ত বলিলেন । রাজা রাজহংস এই রূপে জীবন লাভ করিয়া বিন্ধrাটী মধাবস্ত্রী গোপন ভবনে বাস করিতে লাগিলেন । কিন্তু যুদ্ধে পরাজয় নিমিত্ত র্তাহার অন্তঃকরণ সদা দ্বেযানলে দগ্ধ হইতে লাগিল । একদ!