পাতা:দশকুমার.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*R. দশকুমার -গর্ভবতী হইলেন । মগধরাজ রাজহংস দেশ বিদেশীয় আত্মীয় বন্ধ বান্ধব গণকে নিমন্ত্রণ করিয়া মহাসমারোহ পূর্বক পরমাহলদে বসুমতীর সীমন্তোৎসব করিলেন । - এক দিন রাজা মন্ত্রিগণ সমতিবTাহারে সভায় বসিয়া আছেন. এমন সময়ে তাহার এক চর মালব দেশ হইতে প্রভrাগত হইয়। সংবাদ দিল, মহারাজ ! মালবেশ্বর মনসার, মহারাজের নিকট পরাজিত হইয়া সাতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছেন। তিনি বৈর নির্যাতন মনসে মহাকাল নিবাসী মহেশ্বরের আরাধনা করিয়া, একবীরঘাতিনী গদা পাইয়াছেন। এক্ষণে মহারাজের সহিত যুদ্ধ করিতে আসিতেছেন, যাহ। বিধেয় হয়, করুন। দূতমুখে অমাত্যের দেব-দত্ত গদা প্রাপ্তির সংবাদ পাইয়া ভীত হইলেন, মগধরাজকে দুর্গ আশ্রয়ের পরামর্শ দিলেন, এবং তন্নিমিত্ত অত্যন্ত আগ্রহ করিতে লাগিলেন। কিন্তু মগধরাজ তাহণদের পরামর্শ অগ্রাহ করিয়া যুদ্ধের উদ্যোগ করিতে লাগিলেন । অবিলম্বেই মালবরাজ সসৈন্য আসিয়া মগধদেশে প্রবেশ করিলেন । তৎকালে মন্ত্রিগণ সতিশয় বাগ্রত সহকারে রাজহংসের অল্পমতি লষ্টয়া বিন্ধুriটবী মধ্যে শত্রুদিগের অগম্য এক সুরমা স্থান নির্ণয় করিলেন, এবং মগধরাজের ও আপনাদিগের পরিবারগণ তথায় প্রেরণ করিলেন, আর, তাহণদের রক্ষার্থ কতক গুলি উপযুক্ত লোক নিযুক্ত রাখিলেন । এদিকে মালবরাজের সহিত মগধরাজের ঘোরতব স” গ্রান হষ্টতে লাগিল। পরিশেষে মালবরাজ শিবদত্ত গদা নিক্ষেপ করিলেন । সেই তাবাৰ্থ গদা সারথিকে বিনাশ করিয়া, রথস্থ মগধলাজকে বিচেতনা ও মৃচ্ছি"ত করিয়া ফেলিল । তখন রথযৈজিত অশ্বগণ সারথি বিয়োগে মুক্ত-রশ্মি হইয়া, দৈবগত্য সেই বিন্ধ টবীর পথেই রথ লইয়৷ ধাবমান হইল। মালবনাথ এই প্রকারে জয় প্রাপ্ত হইয়া সমস্ত মগধরাজ্য অধিকার করিলেন । রাজত্ব সের অমাতাগণ রণক্ষেত্রে ক্ষত-বিক্ষত-শরীর হইয়৷ এ ভুব অন্বেষণ করতে লাগিলেন। কিন্তু কোন রূপেই উহার