পাতা:দশকুমার.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্রত চরিত । >\Sసి কোন বিশেষ কর্যে আমাকে আহ্বান করে না। অন্তঃপুরে অর যাইতে দেয় না। আমাকে কেবল অযোগ কৰ্ম্মেই নিযুক্ত করে । তামার আসনে অন্যে উপবেশন করিলে কিছু বলে না। আমার বিপক্ষের প্রতি অধিকতর বিশ্বাস ও প্রণয় প্রকাশ করে । আমার তুল্য-গুণ শালী ব্যক্তিদিগের নিন্দ করে । কোন মুখ লোক নীতিজ্ঞ ব্যক্তির নিন্দ করিলে তাহার কথায় অনুমোদন করে । চাণক্য যথার্থ কহিয়াছেন “ যে ব্যক্তি মনের মত হয়, সে দুশ্চরিত্র হইলেও প্রিয় হইয়া থাকে। যে ব্যক্তি মনের মত না হয়, সে সচ্চরিত্র হইলেও তাহার প্রতি বিদ্বেষ বুদ্ধি জন্মে, । যাহা হউক, পিতৃ পিতামহের যে রাজবংশে চিরকাল কৰ্ম্ম করিয়া গিয়াছেন সহসা তাহা পরিত্যাগ করিয়া যাওয়া উচিত নয় । কিন্তু এই অবিনীত অনন্তবৰ্মীর রাজ্য রক্ষা হওয়া অতি কঠিন । অশ্মক রাজ্যের রাজ। বসন্তভ{হু দণ্ডনীতি শাস্ত্রে অতিশয় পণ্ডিত । বোধ হয় এই রাজ্য অবিলম্বে তীহারি হস্তে পতিত হইবে । বিপদ ঘটনা ন হইলেও এই মূঢ়ের চৈতন্য জন্মিবে না। মন্ত্রিবর মনোমধ্যে এই সমস্ত আন্দোলন করিয়া ঔদাসীন্য অবলম্বন পুৰ্ব্বক কথঞ্চিৎ কালক্ষেপ করিতে লাগিলেন । বৃদ্ধ মন্ত্রী বসুরক্ষিত এইরূপ ঔদাসীন্য অবলম্বন করিলে, অনন্তবৰ্ম্মার যথেচ্ছাচার উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল । এমন সময় অশ্মক রাজ্যের রাজমন্ত্রী ইন্দ্রপালিতের পুত্ৰ চন্দ্রপালিত কতগুলি দুশ্চরিত্র লোক সমভিব্যাহারে বিদর্ভ নগরে আসিয়া উপস্থিত হইল । চন্দ্রপালিত অতি দুরচিার, লম্পট স্বভাব, ও অশেষ দোষে দৃষিভ। তাহার পিতা তাহার এই সকল দোষে বিরক্ত হইয় তাহাকে দূর করিয়া দেন । চন্দ্রপালিত বিদর্ভদেশে আসিয়া প্রথমতঃ বিহারভদ্রের সহিত মিলিত হইল । সমান গুণযোগ হওয়াতে উভয়ের অতিশয় প্রণয় হইয়া উঠিল । ক্রমশঃ সেই সুযোগে অনন্তবৰ্ম্মীর সহিত চন্দ্রপালিতের সাতিশয় আত্মীয়ত হইল। ছুশ্চরিত্র চন্দ্রপালিত অনন্তবৰ্ম্মার ছায়ার মত অস্থগত থাকিয় অনবরত তাহার মনোমত কৰ্ম্ম করিতে লাগিল ।