পাতা:দশকুমার.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ দশকুমার ভান্থবৰ্ম্ম বিদর্ভ রাজা আক্রমণ করিলেন, তৎকালে সকলে এককলেই তাহার সাহায্য করিতে লাগিলেন। অনন্তবৰ্ম্ম রণ ক্ষেত্রে প্রাণ পরিত্যাগ করিল। পরে অনন্তবৰ্ম্মীর ধন সম্পত্তির বিভাগ লইয়া রাজগণের পরম্পব বিবাদ উপস্থিত হইল। পরিশেষে অশ্মকরাজ সকলকে পরাজয় করিয়া সমুদয় ধন সম্পত্তি ও সমস্ত বিদর্ভ রাজ্য অপনিই অধিকার করিলেন । কেবল ভান্থবৰ্মণকে কিয়দংশমাত্র প্রদান করিলেন । এই যে বালকট দেখিতেছেন, ইনি অনন্তবৰ্ম্মার পুত্র। ইহার নাম ভাস্করবর্শা। মুবাদিনী নামে ইহার একটা ভগিনী আছেন । উtহার বয়ঃক্রম ত্রয়োদশ বৎসর। অনন্তবৰ্ম্মার রাজ্য বসন্তভান্থর হস্তগত হইলে,বস্থরক্ষিত মন্ত্রী এই ভাস্করবর্মকে,মঃবাদিনীকে এবং রাজমহিষী বস্থঙ্করাকে লইয়া পলায়ন করিলেন । কিয়ংদুর গমন করিতে করিতে হঠাৎ পীড়া উপস্থিত হওয়াতে মল্লিবর কলেবর পরিত্যাগ করিলেন । আমরা কতগুলি অনুচর সমভিবাণহারে ছিলাম। পথিমধ্যে এইরূপ বিপদ ঘটনা হওয়াতে,ভীত হইয়া ঐ তিন জনকে লইয়া মাহিষ্মতী নগরী উপস্থিত হইলাম । অনন্তবশ্মীর বৈমাত্রেয় ভ্রাতা অমিত্ৰবৰ্মা মাহিষ্মতী নগরীর রাজা । আমরা তাহার নিকটে তাহার ভ্রাতৃভাৰ্য্যকে পুত্ৰ কন্যা সহিত সমর্পণ করিলাম । পাপিষ্ঠ অমিত্রবর্ম দেবীর রূপ লাবণ্য দর্শনে বিমোহিত হইয় তাহার নিকট বিরুদ্ধ অভিপ্রায় প্রকাশ করিল। দেবী তাহাকে যথোচিত তিরস্কার করিলেন, তাহার মতে কোন মতেই সম্মত হইলেন না । পাপাত্মা অমিত্ৰবৰ্মা মনে মনে চিন্তা করিল “ আমি নিঃসন্তান । অনন্তবৰ্ম্মার মহিষী আমাকে নিঃসন্তান দেখিয়া সপুত্ৰক এস্তানে উপস্থিত হইয়াছে। বোধ হয় এই পুত্ৰ বয়ঃপ্রাপ্ত হইলে অনন্তবৰ্ম্মার স্ত্রী ইহাকে আমার রাজ্যের উত্তরাধিকারী করিবার চেষ্টা করিবেক। অতএব ইহাকে জীবিত রাখা অঙ্কুচিত,,। এই বিবেচনা করিয়া অমিত্ৰবৰ্ম্ম৷ এই বালকটীর প্রাণ সংহারের চেষ্টা করিতে লাগিল । দেবী তাহার অভিপ্রায় জানিতে পারিয়া আমাকে