পাতা:দশকুমার.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by দশকুমার পর দিবস ৰামদেবের শিষ্য সোমশৰ্ম্ম একটা অতি সুকুমার কুমার আনয়ন করিয়া ভূপালকে বলিলেন মহারাজ ! আমি তীর্থ যাত্র প্রসঙ্গে কাবেরী তীরে গিয়াছিলাম, দেখিলাম এই বালকটী ফোড়ে এক বৃদ্ধ রোদন করিতেছে। জিজ্ঞাসিলাম বৃদ্ধে : তুমি কে : এই বালকটাই বা কে ১ কি নিমিত্ত এই অরণ্যে আসিয়াছ ? এবং কি নিমিত্তই বা রোদন করিতেছ । বৃদ্ধ, আমাকে আপন শোক শল্যের উদ্ধারক্ষম বিবেচনা করিয়া কহিল মহাশয় । মগধরাজ রাজহংসের মন্ত্রিপুত্র সত্যবৰ্ম্ম তীর্থযাত্রীর উদেশে এতদেশে আসিয়া, এক ব্রাহ্মণের কালী নামে এক কন্যাকে বিবাহ করেন । কিন্তু কালীর গর্ভে সন্তান না হওয়াতে, সত্যবৰ্ম্ম। তাহারি ভগিনী কাঞ্চনকান্তিকে বিবাহ করিয়া এই সন্তান উৎপন্ন করেন । কালী তাঁহাতে সাতিশয় ঈর্ষান্বিত হইয়া এই বালককে এবং আমাকে ছল পূর্বক আনয়ন করিয়া এই নদীতে নিক্ষেপ করিল। আমি ইহার ধাত্রী, ইহাকে এক হস্তে ধরিয়া এক হস্তে সাতার দিতে লাগিলাম। ভাগ্য ক্রমে ঐ সময়ে নদীবেগে এক তরুশাখা আসিয়া উপস্থিত হইল। আমি তাহ অবলম্বন করিয়া কোন প্রকারে তীরে উত্তীর্ণ হইলাম। কিন্তু সেই শাখাস্থিত কালসৰ্প আমাকে দংশন করিয়াছে । এক্ষণে বিষবেগে আমার প্রাণ বিয়োগ হইলে কে এই বালককে পালন করিবে এই শোকে রোদন করিতেছি । এই কথা বলিতে বলিতেই বৃদ্ধ বিচেতন হইয় পড়িল । আমি অনেক যত্ন করিয়াও তাহাকে বাচাইতে পরিলাম না । সুতরাং বালকট লইয়া আপনকার নিকট অনিয়ছি। রাজা, সেীমশৰ্ম্মীর দত্ত বলিয়া তাহার সোমদত্ত নাম দিয়া, তাহার পিতৃব্য সুমতির নিকট সমর্পণ করিলেন । রাজব হন, প্রমতি মিত্রগুপ্ত মন্ত্রগুপ্ত বিশ্রুত উপহারবর্ম অপহারবর্ম পুষ্পোস্তব অর্থপাল ও সোমদত্ত এই নয় কুমারের সহিত এইরূপে একত্র মিলিত হইয়া দিন দিন বৃদ্ধি পাইতে লাগিলেন। যথাযোগ্য কালে উহাদের চূড়া উপনয়ন প্রভৃতি সমস্ত সংস্কর সম্পন্ন হইল । রাজা রাজহংস তাহীদের বিদ্য শিক্ষার্থ