পাতা:দশকুমার.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> • দশকুমার করিবার উপক্রম করিতেছিল । দেখিয়া, আমি দয়tভ্র চিত্ত হইয়া তাহাদিগকে বরিৎ করিলাম। বারণ না শুনতে তাহদের সঙ্গে ংগ্রাম আরম্ভ করিলাম। তাহারা আমাকে বিনাশ করিল। আমি যমালয়ে গিয়া দেখিলাম, বহু পুরুষ পরিবেষ্টিত পরিষদে রত্নসিংহাসনে সমাসীন যমরাজ বিরাজমান রহিয়াছেন। ভঁহাকে দগুবৎ প্রণাম করিলাম । তিনি আমীকে দেখিয়া অমত্য চিত্রগুপ্তকে আহান করিয়া বলিলেন অহে চিত্রগুপ্ত ! এ ব্যক্তির এ:নও মৃত্যুসময় উপস্থিত হয় নাই, এব্যক্তি কেবল ব্রাহ্মণের উপকারীর্থ প্রাণ মান করিয়াছে । অতএব অদ্যাবধি ইহার কেবল পুণ্য কৰ্ম্মেই মতি হইবেক। তুমি ইহাকে লইয়া পাপিষ্ঠদিগের যাতনা দেখাইয়া দাও এবং পুনৰ্ব্বার পুর্ব শরীরেই অবস্থাপিত কর। চিত্রগুপ্ত আমাকে নরক যন্ত্রণ দেখাইতে লাগিল । দেখিলাম, কেন কোন পাপীক্সাকে উত্তপ্ত রক্তবর্ণ লৌহস্তম্ভে বন্ধন করিতেছে। কোন কোন পাপিষ্ঠকে উত্তপ্ত তৈল কটাহে নিক্ষেপ করিতেছে । কাহাকেও বা যন্ত্রারূঢ় ও ঘূর্ণায়মান করিয়া পরিতক্ষণ করতেছে। পাপের এই সমস্ত ফলভোগ অবলোকন পুৰ্ব্বক আমি পুৰ্ব্ব শরীরে প্রত্যাগত হইয়া পুনৰ্জ্জীবিত হইলাম। এক্ষণে আমি কেবল গৌরীপতি পুজায় মনোনিবেশ করিয়াছি, পূর্বের বন্ধুবর্গের সহিত আর সংসর্গও করি না । হে রাজনন্দন ! গত নিশীথে ভগবান গৌরীপতি আসিয়। অামাকে জাগরিত করিয়া বলিলেন “ মাতঙ্গ ! দ গুকারণ্যমধ্যবৰ্ত্তী নদী তীরে এক বৃহৎ গর্ত আছে, তন্দ্বারা পাতাল পুরে প্রবেশ করা যায় । তুমি যদি তন্মধ্যে প্রবেশকর, তথায় এক তামশাসন প্রাপ্ত হইবে । তাহ পাঠ করিয়৷ তদুপদিষ্ট বিধানের অনুষ্ঠান করিলে, তুমি পাতাল পুরীর অধীশ্বর হইতে পরিবে । যে রাজকুমারের সহায়তায় তোমার এই কাৰ্য সিদ্ধি হইবে, আগামী দিবসেই তিনি এখানে ত্যাগমন করিবেন .. ভগবান গৌরীপতি এই কথা বলিয়া অন্তৰ্হিত হইলেন। হে রাজনন্দন! এক্ষণে আপনি অসিয়া উপস্থিত হইয়াছেন, আমার সহায়তা করুন। রাজবাহন