পাতা:দশকুমার.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

あbr দশকুমার বহির্গত হইয়াছি। একাকিনী কেবল সেই প্রিয়তমের সঙ্গবাসন সঙ্গিনী করিয়া, বাল্যকালের পরিচিত পথে তাহার ভবনে যাইতেছি। হে মহাশয় । অস্থখ্রহ পূর্বক আমাকে পরিত্যাগ করুন, এই অলঙ্কার গুলি গ্রহণ করুন, এই বলিয়া সেই অবলাবলন হইতে ভূষণ ভাণ্ড উন্মোচন করিয়া আমার হস্তে সমপণ করিল। অামি তাহার এই বিবরণ শ্রবণে দয়াত্র চিত্ত হইয়া তাহাৰুে ৰলিলাম পতিত্ৰতে ! এস আমি তোমাকে তোমার প্রিয়তমের নিকট পহুছিয়া দিতেছি । এই বলিয়া, তাহাকে সঙ্গে লইয়া দুই চারি পদ অগ্রবর্তী হইবামাত্র দেখিতে পাইলাম, এক দল প্রহরী সৈন্য, তীক্ষ, খড়গ ও প্রচণ্ড দণ্ড হস্তে আলো জালিয়া কোলাহল করিয়া অসিতেছে । তাহ দেখিয়া ঐ অবল কম্পান্বিত-কলেবর হইল। আমি তাহকে বলিলাম অবলে ! তোমার কিছুমাত্র ভয় নাই, আমার হস্তে এই খড়গ রহিয়াছে। অথবা,আর এক উপায় আছে । আমি, যেন সপাঘাত হইয়াছে এই রূপ ভান করিয়া মৃতের ন্যায় পড়িয়া থাকি, তুমি বিষন্ন বদনে প্রহরী দিগকে এই কথা বল যে ‘ অমর স্ত্রীপুরুষে রাত্রিকালে যাইতেছিলাম, আমার স্বামীকে সৰ্পে দংশন করিয়াছে, যদি তোমাদের মধ্যে কেহ মন্ত্রবৈদ্য থাকেন, দয়া করিয়া আমার প্রাণনাথকে বাচাইয়া দেউন, তাহা হইলে এ অনাথার প্রাণ রক্ষা হয়, । তখন সেই কুলকামিনী ভয়ে কম্পমান ও অশ্রুপুর্ণ নয়ন হইয়। অগত্য সেই কথাতেই সম্মত হইল। আমি যেন বিষাক্ত ও বিচেতন হইয়াছি এইরূপ ভঙ্গী করিয়া পড়িয়া রহিলাম। প্রহরী সৈন্য সমীপবৰ্ত্তী হইলে, অবল সজল নয়নে আমার কথিতাকুরূপ সমস্ত নিবেদন করিল । সৈন্যমধ্যে বিষবৈদ্যভিমানী এক ব্যক্তি আমাকে নড়িয়া চড়িয়া অনেক মন্ত্র তন্ত্র পড়িল, কিন্তু কিছুই করিতে পারিল না । বলিল, ইহাকে কালে দংশন করিয়াছে, এ আর বঁচিবে না, ইহার সমুদায় অঙ্গ স্তব্ধ ও মলিনবর্ণ হইয়াছে, চক্ষুঃ স্থির হইয়াছে, শ্বাস প্রশ্বাস রুদ্ধ হইয়াছে। হে সাধিব । শোক পরিত্যাগ কর, অবশ্যম্ভাবী ঘটনা কেহই লঙ্ঘন করিতে