পাতা:দশকুমার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ দশকুমার ৰিমদক নামে কেহ তোমার আত্মীয় আছে কি না? মুখ অর্থপতি উত্তর করিল মহারাজ ! বিমদক আমার পরম আত্মীয় । রাজা কহিলেন তাহাকে একবার ডাকিয়া আন । অর্থপতি রাজাজ্ঞায় স্বগৃহে প্রত্যাগমন করিয়া, বিমৰ্দ্দককে আপন আলয়ে, বেশ্যালয়ে, দৃতিসভায় এবং আপণ প্রভৃতি নানা স্থানে অন্বেষণ করিয়াও প্রাপ্ত হইল না । দেব ! মুখ অর্থপতি আর কিরূপেইব বিমদককে প্রাপ্ত হইবেক । আমি তাহাকে সেই দিনেই তোমার অন্বেষণার্থ উজ্জয়িনী নগর প্রেরণ করিয়াছিলাম। সুতরাং তাহাকে না পাইয় অর্থপতি একাকী রাজ গোচরে পুনৰ্ব্বার উপস্থিত হইল । রাজা, সাক্ষী দ্বারা বিমদকের সেই সেই সাহস বাক্যের প্রমাণ পাইয়া, অর্থপতিকেই ভস্ত্রী হরণের মুলীভূত বিবেচনা করিয়া, কারাবদ্ধ করিলেন । এদিকে কামমঞ্জরী ভস্ত্র হইতে অতুল ঐশ্বৰ্য্য লাভের আকাঅক্ষায়, ভস্ত্রীর বিষয়ে যে দৈব আদেশ আছে তদনুসারে অপেন অর্থ সম্পত্তি স যুদায় বিতরণ করিতে লাগিল । পুৰ্ব্বে অন্যায় পুৰ্ব্বক যে বিরূপক বণিকের সর্বস্ব হরণ করিয়াছিল, এক্ষণে সেই বিরূপকের নিকট স্বয়ং উপস্থিত হইয়া তাহার তাবৎ সম্পত্তি প্রত পণ করিল। বিরূপক, অকস্মাৎ আপন সমুদায় সম্পত্তি পুনঃ প্রাপ্ত হইয়। একবারে আনন্দ সাগরে মগ্ন হইলেন । এবং আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিয়া সংসারধৰ্ম্মে পুনঃ পবৃত্ত হইলেন । কামমঞ্জরী ভস্ত্রীরত্ব দোহনের প্রত্যাশায় অল্প দিন মধ্যেই সমস্ত সম্পত্তি নিঃশেষিত করিয়া ফেলিল, কেবল গৃহ মাত্র অবশিষ্ট রহিল। এমন সময় ধনমিত্র, অমর পরামর্শানুসারে অতি গোপনে ভূপতি ভবনে গিয়া নিবেদন করিলেন মহারাজ ! আমি পূৰ্ব্বে অপনকার গোচর করিয়াছি, ভস্ত্র হইতে ধন গ্রহণ করিতে হইলে পুৰ্ব্ব সম্পত্তি সমুদায় পরিত্যাগ করিতে হয় । এক্ষণে কামমঞ্জরী বেশ্য সতিশয় ধনলুব্ধ হইয়াও যখন অকাতরে অপেন সমুদয় সম্পত্তি ব্যয় করিতেছে, ইহাতে বোধ হয় আমার ভস্ত্র রত্নটা ইহার গকেই আছে ।