পাতা:দশকুমার.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ Հ দশকুমার লেন । অশ্রুপুর্ণ নয়নে অলিঙ্গন করিয়া গদগদ স্বরে বলিলেন বৎস ! চিরজীবী হও, এতদিনের পর বিধাতা প্রসন্ন হইলেন, এত দিনের পর বিদেহরাজ্য প্রভু প্রহরবর্মীর হস্তগত হইবার সম্ভাবন হইল,এত দিনের পর আমাদের প্রভু অপর দুঃখসাগর হইতে উত্তীর্ণ হইলেন, আহে ! দেবী প্রিয়ম্বদর আজি কি সৌভাগ্য ! এই রূপ হর্ষ প্রকাশ করিয়া তাপসী আমাকে সাতিশয় যত্নে ভোজন করাইলেন । অনন্তর আমি মঠের একদেশে কট-শয্যায় শয়ন করিলাম। মনে মনে চিন্তা করিতে লাগিলাম, এক্ষণে কি উপায়ে অভীষ্ট সাধন করা যায়। কপট ব্যতিরেকে মনস্কামনা সিদ্ধ হইবার উপায়ান্তর নাই | স্ত্রীলোক দ্বারাই কপট কৰ্ম্ম অনায়াসে সম্পন্ন হয় । অতএব, অগ্ৰে বিকটবৰ্ম্মার অন্তঃপুরের বৃত্তান্ত অবগত হওয়া আবশ্যক, পশ্চাৎযাহ হয় করা যাইবেক। এই রূপ চিন্তা করিতে করিতেই রজনী অবসান হইল। উষ্ণরশ্মির অশ্বগণ গগন পথে অবগাহন করিল। অশ্বগণের নিশ্বাসবেগে আহত হইয়াই যেন, রজনী অপসারিত হইল । দিক সকল প্রকাশ হইলে আমি গাত্রোথন করিয়া তাপসীকে বলিলাম মাত ! তুমি, বিকটবৰ্ম্মার অন্তঃপুরের কোন বৃত্তান্ত অবগত আছ কি না ? এই রূপ জিজ্ঞাসা করিতেছি, এক জন স্ত্রীলোক আসিয়া উপস্থিত হইল। তাপসী তাহীকে দেখিয়া আনন্দিত হইয়া বলিলেন বৎসে পুষ্করিকে ! আজি আমাদের কি আনন্দের দিন! অ মোদের রাজকুমার আসিয়া উপস্থিত হইয়াছেন। ইহঁকেই অামি অতি শৈশব সময়ে বনে হারাইয়াছিলাম । পুষ্করিকা অামাকে দেখিয়া অনন্দে অশ্র মোচন করিতে লাগিল । তাপসী তাহাকে বিকটবৰ্ম্মার অন্তঃপুর-বৃত্তান্ত কথনে অনুমতি করিলেন । সে বলিল কুমার ! সঙ্ক্ষেপে বলিতেছি শ্রবণ কর । বিকটবৰ্ম্মার অনেক স্ত্রী অাছে, তন্মধ্যে কামরূপেশ্বর কলিন্দবৰ্ম্মার কন্যা কল্পসুন্দরীই তাহার অতিশয় প্রিয়তম । তাহার তুল্য রূপবতী গুণবতী রমণী ভূমণ্ডলে আর নাই। কিন্তু বিকটবৰ্ম্ম, কি, রূপে, কি, গুণে, কোন অংশেই তাহার যোগ্য নহে । সে অতিশয়