পাতা:দশকুমার.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহারবার্ম চরিত। ፃ: রূপ রূপবান হইতে পারেন। সে মন্ত্র সাধনের একটী বিশেষ বিধি আছে, শ্রবণ কর । যাহার রূপবান হইবার ইচ্ছা থাকে, তাঁহার স্ত্রীকে অমাবস্যার দিন নির্জন প্রদেশে পুরোহিত দ্বার চতুর্হস্ত প্রমাণ অগ্নি কুণ্ডে অগ্নি স্থাপন করিয়া হোম করাইতে হয়, পুরোহিতের প্রস্থান করিলে, সেই স্ত্রী স্বয়ং যদি উপবাসিনী থাকিয় নিশীথ সময়ে একাকিনী সেই অগ্নিতে এই মন্ত্র উচ্চারণ পুৰ্ব্বক শতসঙ্খ্যক চন্দন সমিধ, ও অগুরু সমিধ, আর কতগুলি পট্টবস্ত্ৰ দিয়া হোম করেন, তাহা হইলে তৎক্ষণাৎ তাহার এই চিত্রস্থ পুরুষের আকার লাভ হয় । তদনন্তর তাহাকে ঘণ্টাধ্বনি করিয়া স্বামীকে তথায় অtহান করিতে হয়। স্বামী আসিয়া তাহার নিকট আপনার অন্তরের নিগৃঢ় কথা সকল ব্যক্ত করিয়া, মুদ্রিত নয়নে যদি তাহাকে আলিঙ্গন করেন, তৎক্ষণেই সেই অপরূপ রূপ লাভ করিতে পারেন । এবং সে স্ত্রীও আপন পুৰ্ব্বকার প্রাপ্ত হন । বংসে ! যদি তোমার স্বামীকে রূপবান করিবার ইচ্ছা থাকে এইরূপ অনুষ্ঠান কর । স্বামিন্‌ ! তাপসী এই বলিয়া চিত্রটা তোমাকে দেখাইবার নিমিত্ত রাখিয়া গিয়াছেন। আমার ইচ্ছা হইতেছে তুমি এইরূপ রূপবান পুরুষ হও । এক্ষণে তোমার যদি অভিমত হয়, বন্ধুবান্ধব, আমীয় অন্তরঙ্গ ও মন্ত্রিবর্গের সহিত পরামর্শ করিয়া এই বিধির অমুষ্ঠান কর । প্রিয়তমে ! তোমার সুখে এই কথা শুনিয়া বিকটবৰ্ম্ম রূপবান হইবার বাসনায় অবশ্যই এই প্রস্তাবে সম্মত হইবেক । যে রাত্রে এই উপবনে এই বিধির অনুষ্ঠান হইবেক, তৎকালে আমি এই স্থানে গোপন ভাবে থাকিব । পুরোহিতেরা হোম কৰ্ম্ম সমাধান করিয়া গমন করিলে পর, তুমি এখানে আসিবার সময় বিকটবৰ্ম্মাকে পরিহাস করিয়া বলিও “ ধূৰ্ত্ত ! তুমি অতি অকৃতজ্ঞ, তোমার উপর কোনরূপে বিশ্বাস হয় না । তুমি আমার মন্ত্রবলে পরম সুন্দর পুরুষ হইয়া, হয় ত আমাকে অবজ্ঞা করিয়া আমার সপত্নী গণের মনোরথ পুর্ণ করিবে । এক একবার এমনও মনে হইতেছে, বুঝি আমি আপনিই আপনার অনিষ্ট সাধনে প্রবৃত্ত