পাতা:দশকুমার.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by o দশকুমার হইতেছি .. । এই কথা শুনিয়া বিকটবৰ্ম্ম যাহা বলিবেক, তুমি আসিয়া অবিকল আমাকে কহিও । আমি এক্ষণে বিদায় হইলাম, পুষ্করিককে আমার পদচিহ্ন সকল মার্জন করিতে বল। কল্পসুন্দরী আমার উপদেশ-বাক্য বেদবাক্যের ন্যায় গ্রহণ করিলেন। আমিও উপবন হইতে নির্গত হইয়া আগবাসে আসিলাম । কল্পসুন্দরী বিকটবৰ্ম্মণকে চিত্র দেখাইয়া আমার আদেশান্থরূপ স দেয় কথাই বলিলেন । অল্পবুদ্ধি বিকটবৰ্মাও অল্পমাত্র সন্দেহ না করিয়া তাহাতে সম্মত হইল। এই বৃত্তান্ত, ক্রমে ক্রমে রাজ্য মধ্যে প্রচার হইল । সকলে বলিতে লাগিল “ রাজ বিকটবৰ্ম্ম দেবীর মন্ত্রবলে দেবতুল্য শরীর প্রাপ্ত হইবেন। আপন অন্তঃপুরে আপন মহিষীই এ কৰ্ম্ম সম্পন্ন করিবেন, সুতরাং ইহাতে সংশয়ের সম্ভাবনা নাই । বিশেষতঃ, বৃহস্পতি সদৃশ বুদ্ধিজীবী মন্ত্রিগণ অনেক তর্ক বিতর্ক করিয়া এই অদ্ভুত ব্যাপারের অমৃষ্ঠানে সম্মতি দি ছেন । যাহা হউক যদি এই ব্যাপার সম্পন্ন হয়, বড়ই আশ্চর্য বলিতে হইবেক । অথবা মণি মন্ত্র ওষধির অচিন্তনীয় প্রভাব, সকলই সম্ভাবিত হইতে পারে , । অমাবস্যার দিন বিকটবৰ্ম্ম রূপবান হইবার বাসনায়, কল্পসুন্দরীর নিদিষ্ট বিধির অনুষ্ঠানের নিমিত্ত দ্রব্য সামগ্ৰী আয়োজন করিল। ঘোরতর অন্ধকারাচ্ছন্ন নিশীথ সময়ে অন্তঃপুরের উপবনে বিপুলতর ধূমোদগম হইতে লাগিল। দধি দুগ্ধ ঘৃতাদির তাহুতি-গন্ধে দিক সকল আমোদিত হইল। ক্ষণ কাল বিলম্বে ধূম নিবৃত্তি হইলে, আমি সেই উপবনে উপস্থিত হইলাম। কল্পসুন্দরী ও অনতিবিলম্বে একাকিনী আসিয়া আমাকে সহাস্য বদনে বলিলেন, প্রিয়তম ! তোমার অভিপ্রায় সিদ্ধপ্রায় হইয়াছে। আমি আসিবার সময় সেই পশুকে বলিলাম “ তোমাকে রূপবান করা হইবে না, তুমি আমার মন্ত্রবলে পরম সুন্দর পুরুষ হইয়া . আমার সপত্নী গণের মনোরথ পুর্ণ করিবে ,,। এই কথা শুনিয়া সে আমার চরণে পতিত হইল, এবং বিনয় করিয়া বলিতে লাগিল সুন্দরি । আমি যে সকল অপরাধ করিয়াছি, মার্জন কর, অতঃ