পাতা:দশকুমার.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহারবর্ণ চরিত। b^3 ডোমরা যবনরাজ খনতিকে উচিত মুল্য প্রদান করিয়া সেই বহুমুল্যের হীরক ক্রয় কর । শতহলিকে ডাকিয়া বলিলাম, পিতৃব্য মহাশয়ের আত্মীয় বলিয়া যে অনন্তসীরের প্রাণ সংহারের সঙ্কল্প করিয়াছিলাম, তাহা অকুচিত বিবেচনায় রহিত করিলাম । মন্ত্রিগণ অামার মুখে এই সমস্ত গোপনীয় মন্ত্রণার কথা শুনিয়া অামাকে বিকটবৰ্ম্মাই নিশ্চয় করিলেন । তাহারা সাতিশয় বিস্ময়াপন্ন হইয়া কল্পসুন্দরীর বিস্তর প্রশংসা করিতে লাগিলেন। এইরূপ মন্ত্রের প্রভাব শুনিয়া রাজ্যের সমস্ত লোকেই চমৎকৃত হইল । অনন্তর আমি পিতা মাতাকে বন্ধন-মুক্ত করিয়া রাক্ত-পদে পুনঃ প্রতিষ্ঠিত করিলাম। আমার ধাত্রী পুৰ্ব্বেই পিতা মাতাকে এই সমস্ত বিবরণ গোপনে নিবেদন করিয়াছিলেন । এক্ষণে তাহারা অামাকে চরণ তলে প্রণত দেখিয়া অপার আনন্দ-সাগরে মগ্ন হইলেন । দেব ! এক্ষণে আমি যৌবরাজ্যে অভিষিক্ত হইয়াছি । কিন্তু বহু দিনবিধি অীপনকার চরণারবিন্দ দর্শনে বঞ্চিত থাকাতে আমার সেই যৌবরাজ্য-ভোগ কেবল বিড়ম্বন মাত্র বোধ হইতেছিল । সম্প্রতি, চণ্ডবৰ্ম্ম চম্প নগরী আক্রমণ করিয়াছে, পিতৃবন্ধু সিংহবৰ্মার পত্র দ্বারা জানিতে পারিয়া, শক্ৰক্ষয় ও মিত্র রক্ষা উভয়ই কৰ্ত্তব্য বিবেচনায়, সৈন্য সামন্ত সমভিব্যাহারে এই আসিয়া উপস্থিত হইতেছি । ভাগ্যক্রমে আপনকার শ্রীচরণ-সাক্ষাৎকার প্রাপ্ত হইলাম । রাজবাহন উপহারবার্মার বিবরণ শুনিয়া, সম্মিত বদনে তাহার বুদ্ধিমত্তার প্রশংসা করিলেন। অনন্তর অর্থপালের দিকে দৃষ্টিপাত করিয়া তাহাকে আপন বিবরণ বলিতে বলিলেন ।