পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

133 নগর এক বাৰুলন নগরের প্রাচীরের মধ্যে থাকিতে পারিত | পূৰ্ব্বোক্ত ইউফুট নদী পার হইবার জন্যে নগরের মধ্য স্থলে এক সAক্রম অর্থাৎ বড় সাকো নিৰ্ম্মাণ করা গিয়াছিল সে সাকোর পূর্বদিগে স্থাপিত পুরাতন রাজবাটী চারি চকের স্থান ব্যাপিয়া পূরিল কিন্তু নবুখদনজর তাহার পশ্চিমদিগে অার এক নূতন রাজবাড়ী নিৰ্ম্মাণ করাইলেন সে তদন্তর্গত উঠান ও উদ্যান সমেত নয় চকের ভূমিস্থান বাড়িয়া পূরিল। আর পুরাতন রাজুবাড়ীর সন্নিধানে বেল নামক প্রধান দেবতার এক মহা মন্দির ছিল অনুমান আছে পৃথিবী আরবার জলাকীর্ণ যদি হয় তো জগজ্জনের কোন উদ্ধস্থানে আশ্রয় পাইয়। ডুবিত না হয় এ মানস করিয়া মহা জলাপ্লাবনান্তরে পৃথিবীর তাৰৎ লোক যে অতিশয় উচ্চ গড় নিৰ্ম্মাণ করিতে লাগিয়াছিল সেই গড় ঐ দেব মন্দির হইল যেহেতুক মনুষ্যদের ঐ অধৰ্ম্মের উচিত দণ্ডার্থে তাহার। পরল্পরের বচন বুঝিতে ন পারিয়া গুড় গ্রন্থনে নিবৃত্ত হয় এ অভিপ্রায়ে পরমেশ্বর তাহীদের ভাষিত ভাষার বৈপরীত্য জন্মাইয়া দিলেন তাহাতে তাহার। হতাশ হইয়া অভিপ্রেত কৰ্ম্ম করণ ত্যাগ করিয়াছিল কিন্তু বোধ অগছে কালক্রমে. বাবুলন দেশের কোন রাজা তাহ সমন্ন করিয়া দিয়াছিলেন সে মন্দির উপর্যুপরি করিয়া গাথিত ইষ্টকময় অষ্ট গড় বিশিষ্ট আর সব্বাধঃস্থত গড় যে লে.এক সহস্র পাদ পরিমিত অথচ চতুষ্কোণাকৃতি ছিল