পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ গীত ।] দাদের গীত। Q Q. এব০ তোমার ধৰ্ম্মের, কেবল তোমার ধৰ্ম্মের ব্যাখ্যা ১৭ করিব। হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি অামাকে শিক্ষা দিয়াছ ; আমি অদ্য পৰ্য্যন্ত তোমার আশ্চৰ্য্য কৰ্ম্ম ১৮ সকল প্রকাশ করিতেছি। হে ঈশ্বর, বৃদ্ধাবস্থাতেও পকুকেশযুক্ত আমাকে পরিত্যাগ করিও না ; এই বর্তমান লোকের নিকটে তোমার শক্তি, ও ভাবি লোকদের নিকটে তোমার পরাক্রম আমাকে প্রকাশ ১৯ করিতে দেও। হে ঈশ্বর, তোমার ধৰ্ম্ম অতি উচ্চ, তুমি মহৎ কৰ্ম্মকারী ; হে ঈশ্বর, তোমার তুল্য কে আছে ? ২০ অামাকে অনেক ক্লেশ ও বিপদ দেখাইয়াছ যে তুমি, তুমি আমাকে পুনৰ্ব্বার সজীব করিবা, ও পৃথিবীর ২১ গভীর স্থান হইতে আমাকে উঠাইৰ । তুমি আমার মহিমা বৃদ্ধি করিয়া চতুদিগে আমাকে সান্তুনা দিব । ২২ হে আমার ঈশ্বর, অামি নেবল যন্ত্রে তোমার ও তোমার সভ্যতার প্রশংসা করিব ; হে ই সুয়েলের ধৰ্ম্মস্বরূপ, আমি বীণাযন্ত্রে তোমার গুণ গান করিব । ২৩ এ বণ গান করণের সময়ে অামার ওষ্ঠাধর ও তোমাকর্তৃক মুক্ত অামার আত্মা উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিবে । ২৪ এবং আমার জিহ্ব সমস্ত দিন তোমার ধৰ্ম্ম প্রকাশ করবে, যেহেতুক আমার অনিষ্টচেষ্টাকারিরা লজ্জিত ও অপ্রতিভ হয় । ৭২ গীত । খ্রীষ্টের রাজ্যের বিষয়ে ভবিষ্যদ্বাক্য। সুলেমানের গীত । ১ হে ঈশ্বর, তুমি রাজাকে আপন বিচারাজ্ঞা ও রাজ ২ পুত্রকে আপন ন্যায়স্বভাব প্রদান কর । তাহাতে তিনি ন্যায়েতে তোমার প্রজাগণের ও সূরিচারেতে তোমার 93