পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>ア দায়ুদের গীত। [৭৩ গীত । ফিরে, ও প্রচুর জল তাহাদের দ্বারা নিষপীড়িত হয়। এবণ তাহারা বলে, “ ঈশ্বর কি রূপে জানিবেন ? ও ১১ সৰ্ব্বোপরিস্থের কি বোধ আছে ? দেখ, এই সকলে ১২ পাপী ; ইহারা সৰ্ব্বদা মঙ্গলপ্রাপ্ত হইয়া ধন বৃদ্ধি করে। তবে অামি মন পরিস্কার ও পবিত্রতাতে হস্ত ১৩ প্রক্ষালন নিরর্থক করিলাম। কেননা অামি সমস্ত দিন ১৪ তাড়িত ও প্রতিপ্রভাতে শাস্তিপ্রাপ্ত হইতেছি। - এমন ১৫ কথা প্রচার করিব, ইহা যদি বলি, তবে তোমার লোকদের বণ\শের প্রতি বিশ্বাসঘাতক হই । ইহা ১৬ বুঝিবার জন্যে আমি চিন্তা করিলাম, কিন্তু তাহা অামার গোচরে ক্লেশদায়ক হইল। পরে আমি ঈশ্বরের ধৰ্ম্মধামে প্রবেশ করিয়া তাহা- ১৭ দের শেষগতি বিবেচনা করিলাম। তুমি তাহাদিগকে ১৮ নিতান্ত পিচ্ছিল স্থানে রাথিতেছ, ও তাহাদিগকে বিনাশে নিক্ষেপ করিতেছ। তাহারণ এক নিমিষের ১৯ মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, ও উদ্বিগ্ন তাতে পূর্ণ হইয়া বিনাশ পায় ! হে প্রভো, জাগরিত মনুষ্যের স্বপ্নের ২০ ন্যায় তুমি জাগরণকালে তাহাদের প্রতিমাকে তুচ্ছ করিবণ। এই রূপে আমার মন দুঃখিত ও হৃদয় বিদ্ধ ২১ হইল। আমি f ও অজ্ঞান ও তোমার সাক্ষাতে ২২ পশুবৎ হইলাম। তথাপি অামি সৰ্ব্বদা তোমার সহিত ২৩ আাছি ; তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া অামাকে রাগ্ৰিতেছ। তুমি আপন মন্ত্রণানুসারে অামাকে গমন ২৪ করাইবা, ও শেষে বৈভবে গ্রহণ করিব। স্বর্গে তোম। ২৫ ব্যতিরেকে আমার কে আছে ? ভূমণ্ডলেও তোমা ভিন্ন আর কিছুতেই আমার সন্তোষ নাই। যদ্যপি ২৬ অামার শরীর ও মন ক্ষীণ হয়, তথাপি ঈশ্বর আমার মনের পরাক্রম ও নিত্যস্থায়ি অংশস্বরূপ। দেখ, যা- ২৭ 98 -