পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৮ গীত ।] দাযুদের গীত । S o a ৩১ তাহাতে ঈশ্বরের ক্রোধ তাহাদের মধ্যে উপস্থিত হইয় তাহাদের হৃষ্টপুষ্ট লোকদিগকে স°Nহার করিল, এব^ ইসুয়েল বলশের শ্রেষ্ঠ লোকদিগকে ভূমিপাত ৩২ করিল। এমত হইলেও তাহারা পুনৰ্ব্বার পাপ করিল ৩৩ ও তাহার আশ্চৰ্য্য ক্রিয়াতে বিশ্বাস করিল না। অতএব তিনি অনর্থকরূপে তাহাদের দিবস ও ত্রসিতরূপে তাহা৩৪ দের বৎসর যাপন করাইলেন। এই রূপে তিনি তাহাদের কতককে বধ করিলে পর তাহারণ র্তাহার চেষ্টা ৩৫ করিল, ও ফিরিয়া শীঘু ঈশ্বরের অন্বেষণ করিল ; এবণ ঈশ্বর আমাদের পর্বতস্বরূপ, ও সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর ৩১ আমাদের মুক্তিদাতা, ইহা মনে করিল। তাহারা তাহাকে মৌখিক স্তব করিল ও জিহ্বাতে তাহার ৩৭ নিকটে মিথ্যা কহিল ; কিন্তু র্তাহার প্রতি তাহাদের মন স্থির হইল না, এব^ তাহারা তাহার নিয়মও ৩৮ বিশ্বস্তুরূপে মানিল না। তথাপি তিনি দয়ালু প্রযুক্ত তাহাদিগকে নষ্ট না করিয়া তাহাদের পাপ ক্রমণ করিতেন, এব০ তাহণদের প্রতি আপন ক্রোধ প্রজ্বলিত না করিয়া বরণ অনেক বার ক্রোধ সম্বরণ করি৩৯ তেন। কেননা তাহার কেবল মাংসপিণ্ড ও শীঘুগামি পুনরনাগত বায়ুর ন্যায়, ইহা তিনি মনে করিতেন। ৪০ তাহারা প্রান্তরমধ্যে কত বার তাহণকে বিরক্ত ৪১ করিল, ও নিৰ্জ্জল স্থানে তাহাকে অসন্তুষ্ট করিল। এব°N পুনঃ পুনঃ ঈশ্বরের পরীক্ষা করিল, ও ইসুয়েলের ৪২ ধৰ্ম্মস্বরূপকে ক্রুদ্ধ করিল। এব^ তাহার হস্তকে ও আপনাদের শত্ৰুহইতে মুক্তির দিনকে মনে করিল না। ৪৩ কিন্তু তিনি মিসরদেশে অাপন চিহ্ন, ও সোয়ন প্রান্তরে অাপন আশ্চৰ্য্য ক্রিয়া প্রকাশ করিয়াছিলেন। 107 -