পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮• গীত।] দায়ুদের গীত। 2 y - আমাদিগকে উদ্ধার কর, ও আমাদের পাপ মাৰ্জ্জন ১০ কর। - উহাদের ঈশ্বর কোথায় ?? অন্যজাতীয়ের এমত কথা কেন বলিবে ? তোমার দাসগণের পাতিত রক্তের প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে অন্যজাতীয়দের মধ্যে ১১ প্রকাশিত হউক। তোমার সাক্ষাতে বন্দিগণের হাহাকার উপস্থিত হউক, ও আপন মহাবাহুদ্বারা মৃত১২ কল্পদিগকে রক্ষা কর। হে প্রভো, আমাদের প্রতিবাসিগণ তোমার যে অপমান করিয়াছে, তাহার সাত ১৩ গুণ অপমান তাহাদের ক্রোড়ে দেও। তাহাতে তোমার প্রজা ও তোমার পালিত মেষস্বরূপ যে আমরা, আমরা সৰ্ব্বদা তোমার গুণানুবাদ করিব, ও পুরুষানুক্রমে তোমার প্রশ°Nসা করিব। ৮০ গীত । ১ ছিন্ন দ্রাক্ষালতাস্বরূপ ইস্রায়েল বংশের বিষয়ে বিলাপ, ১৪ ও ঈশ্বরের প্রতি প্রার্থন । প্রধান বাদ্যকরকে দাতব্য শোশন-এদূৎ নামক স্বরযুক্ত আসফের ধর্মগীত । ১ হে ইসায়েল বলশের পালক, হে মেষতুল্য যুষফ বণশের অগ্ৰগামিন, অবধান কর ; হে কিরুবদের মধ্যনি২ বাসিন, দীপ্তি প্রকাশ কর। এবং ইফুয়িম ও বিন্যামীন ও মিনশি বংশের সাক্ষাতে আপনার পরাক্রম প্রকাশ কর, এব^ আসিয়ণ আমাদের পরিত্রাণ কর । ৩ হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, এৰ^ আপন মুখের দীপ্তি প্রকাশ কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব । ৪ হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, নিজ লোকের প্রা ৫ খনাতে আর কত কাল ক্রুদ্ধ থাকিবা ? তুমি আহা 1, 2 111