পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৫ গীত।] দায়ুদের গীত। Y S + ৫ তাহারণ নিত্য ২ তোমার ধন্যবাদ করে । সেল। অণর যাহাদের বল তুমি, ও যাহাদের মন সরল পথস্বরূপ, ও তাহার্য ধন্য ; ক্ৰন্দনের উপত্যক দিয়া তাহণদের গমন সময়ে তাহা উনুই হইয় উঠে, ও বৃষ্টিদ্বারা জলাশয়েতে ভূষিত হয়। তাহারা উত্তর ২ বলবান হইয়া অগ্রসর হয়, ও প্রত্যেকে সিয়োনেতে ঈশ্বরের সাক্ষাৎ পায় । ৮ হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, অামার নিবেদন ৯ স্তন ; হে যাকুবের ঈশ্বর, অবধান কর । সেলা । হে আমাদের ঢালস্বরূপ ঈশ্বর, দৃষ্টি কর; আপন অভি১• ষিক্তের মুথ অবলোকন কর। অন্য সহসু দিন অপেক্ষ তোমার (মন্দিরের ) প্রাঙ্গণে এক দিনও উত্তম, এব°N দুষ্টগণের তাম্বুতে বাস করা অপেক্ষ বরণ ঈশ্বরের গৃহের বহিৰ্দ্ধারে বসিয়া থাকা আমার ভাল বোধ ১১ হয়। কারণ প্রভূ পরমেশ্বর সূৰ্য্য ও ঢালস্বরূপ, পরমেশ্বর অনুগ্রহ ও বৈভব প্রদান করেন ; তিনি সরলা১২ চারিদের কোন মঙ্গল অস্বীকার করিবেন না। হে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর, যে জন তোমাতে নির্ভর করে সেই ধন্য। ৮৫ গীত। ১ পারমার্থিক সযপদের নিমিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা, ৮ ও তন্নি মিত্তে ঈশ্বরেতে প্রত্যাশ । প্রধান বাদ্যকরকে দাতব্য কোরহীয় বংশের ধর্মগীত । ১ হে পরমেশ্বর, তুমি নিজ দেশের প্রতি কৃপা করিয়া ২ যাকুৰ বণশকে দাসত্বহইতে মুক্ত করিয়াছিল। ও আপন লোকদের তাবৎ অপরাধ ক্ষমা করিয়া তাহা দের পাপ সকল আচ্ছাদন করিয়াছিল। সেলা । 117