পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 8 দায়ূদের গীত । [১০৫ গীত । তাহারা মরিয়া পুনরায় ধূলিতে লীন হয়। তুমি আ- ৩ পন আত্মা প্রেরণ করিলে তাহারা সৃষ্ট হয় ; তুমি ভূমির মুখকে পুনঃ ২ প্রফুল্ল করিতেছ। পরমেশ্বরের মহিমা নিত্যস্থায়ী, তিনি অাপন কার্য্যে ৩১ আনন্দিত হন। তিনি পৃথিবীতে দৃষ্টি করিলে সে ৩২ কক্সান্বিত হয়, ও পৰ্ব্বতগণকে স্লশ করিলে তাহারণ ধূমময় হয়। অামি যাবজ্জীবন পরমেশ্বরের উদ্দেশে তত গান করিব, ও যাবজ্জীবন অণমার ঈশ্বরের গুণানুবাদ করিব। তাহার বিষয়ে আমার ধ্যান সুখদায়ক হইবে, ৩৪ ও অামি পরমেশ্বরেতে আনন্দ করিব । পাপিগণ ৩৫ পৃথিবীহইতে উচ্ছিন্ন হইবে, ও দুষ্টগণ আর থাকিবে না ! হে অামার মন, পরমেশ্বরের গুণানুবাদ কর । তোমরা পরমেশ্বরের ধন্যবাদ কর । ১০৫ গীত । ইস্রায়েল লোকদের প্রতি ঈশ্বরের ব্যবহারের বর্ণনা। পরমেশ্বরের প্রশ৭সা কর ও তাহার নামে প্রার্থনা ১ কর, ও লোকদের কাছে তাহার ক্রিয়া সকল প্রকাশ কর। তাহার উদেশে গান কর, ও তাহার উদেশে ২ গীত গাও, ও তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম সকল মনেতে ধ্যান কর। র্তাহার পবিত্র নামের শ্লাঘা কর ; পরমেশ্ব- ৩ রের অন্বেষণকারিদের অন্তঃকরণ আনন্দযুক্ত থাকুক। পরমেশ্বরের ও র্তাহার শক্তির অন্বেষণ কর, ৪ ও সৰ্ব্বদা তাহার মুখের অন্বেষণ কর। হে তাহার ৭ সেবক ইব্রাহীমের বণশ, হে তাহার মনোনীত যাকবের বণশ, তাহার কৃত আশ্চৰ্য্য কৰ্ম্ম সকল ও ও তাহার অদ্ভূত লক্ষণ ও তাহার মথের দণ্ডাজ্ঞী স্মরণ কর । 1 44