বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ গীত ।] দারদের গীত । 》 co rণ তেী । ১৬৯ হে পরমেশ্বর, অামার নিবেদন তোমার নিকটে উপস্থিত হউক, এবং তুমি আপন বাক্যানুসারে ১৭ - আমাকে জ্ঞান দেও। আমার বিনতি তোমার সম্মুখে উপস্থিত হউক, ও আপনি বাক্যানুসারে আমাকে ১৭১ নিস্তার কর। তুমি আমাকে অাপন বিধি শিক্ষণ দিলে পর আমার ওষ্ঠাধর হইতে তোমার প্রশ৭সা নিৰ্গত ১৭২ হইবে। আমার জিহ্বা তোমার বাক্য প্রকাশ করি১৭৩ বে, যেহেতুক তোমার আজ্ঞা সকল যথার্থ। অামি তোমার আদেশ মনোনীত করি ; এই জন্যে তোমার ১৭ a হস্ত আমার উপকারী হউক। হে পরমেশ্বর, অামি তোমার স্বীকৃত পরিত্রাণের আকাঙ্কু করি, তোমার ১৭৫ শাস্ত্রই আমার হর্ষজনক । আমার মন সজীব থাকিয়া তোমার ধন্যবাদ করুক ; তোমার রাজনীতির দ্বারা ১৭ ও অামার উপকার হউক। অামি হারাণ মেষের ন্যায় ভুমণ করিলাম ; নিজ দাসের অন্বেষণ কর ; আমি তোমার আজ্ঞ। বিস্মত হই না। ১২০ গীত । নিন্দিত হওনের সময়ে মনের চিন্ত । যাত্রাকালীয় গীত। আণমি বিপদকালে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিলে তিনি অণমার কথা শুনিলেন। হে পরমেশ্বর, মিথ্যাবাদি ওষ্ঠাধর ও প্রবঞ্চক জিহ্বাহইতে আমার প্রাণ ৩ রক্ষণ কর। হে প্রতারক জিত্বে, তোমাকে কি দিতে হইবে ? ও তোমার প্রতি কি করিতে হইবে ? না, বী৫ রের তীক্ষ্ণ বাণ ও কুলকাষ্ঠের অঙ্গার। হায় ২, আমি মেশক্ দেশে প্রবাস করি ও কেদরের তাম্বুর নিকটে 177