পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ レ● দায়ুদের গীত। [১২৫ গীত । সময়ে মনুষ্যগণ আমাদের বিরুদ্ধে উঠিল, তৎকালে যদি পরমেশ্বর আমাদের পক্ষে না থাকিতেন ; তবে অামাদের প্রতি তাহাদের ক্রোধ প্রজ্বলিত হইলে তাহারা সজীব আমাদিগকে গ্রাস করিত ; এবং জল অামাদিগকে ভাসাইয়া লইয়া যাইত, ও অামাদের প্রাণের উপর দিয়া সু্যোত বহিত ; এবং আমাদের প্রাণের উপর অহঙ্কার রূপ জল উঠিত। কিন্তু ধন্য পরমেশ্বর ; তিনি অামাদিগকে তাহীদের দন্তের খাদ্য করিলেন না। ব্যাধের ফাদহইতে নিৰ্গত পক্ষির ন্যায় অামাদের প্রাণ রক্ষণ পাইল ; ফাদ ছিন্ন হইল, অণমর রক্ষণ পাইলাম। স্বৰ্গ মর্তের সৃষ্টিকৰ্ত্ত যে পরমেশ্বর, তাহার নামে অামাদের উপকার হয়। ১২৫ গীত । পরমেশ্বরের শরণাগত লোকদের মঙ্গল। যাত্রাকালীয় গীত । পরমেশ্বরের শরণাপন্ন লোকের সিয়েশন পৰ্ব্বতের ন্যায় অটল ও নিত্যস্থায়ী। যিরশালমের চতুদিগে যেমন পৰ্ব্বতগণ অাছে, তেমনি অদ্যাবধি সদাকাল পৰ্য্যন্ত পরমেশ্বর নিজ লোকদের চতুদিগে অাছেন। ধাৰ্ম্মিকদের অধিকারের উপরে দুষ্টতার রাজদণ্ড থাকিবে না, কেননা অধৰ্ম্মে হস্তাপণ করা ধাৰ্ম্মিকদের কৰ্ত্তব্য নয়। হে পরমেশ্বর, উত্তম ও সরলান্তঃকরণ লোকদের মঙ্গল কর। পরমেশ্বর কুকৰ্ম্মকারিদের সহিত বক্ৰপথগামিদিগকে দূর করিয়া দিবেন ; কিন্তু ই সুয়েল ব°ংশের মঙ্গল হইবে। 180