বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> アペ দায়ুদের গীত। [১২৮,১২৯ গীত । যাহার তৃণ পরিপূর্ণ হয়, সেই ধন্য ; কেননা বিচারস্থানে শত্ৰুগণের সহিত বিবাদ করিলে তাহার লজ্জিত হইবে না । ১২৮ গীত । পরমেশ্বরের আশ্রিত লোকদের সুখের বর্ণন । যাত্রাকালীয় গীত । যে কেহ পরমেশ্বরকে ভয় করে ও র্তাহার পথের ১ পথিক হয়, সে ধন্য। তুমি আপন হস্তের পরিশ্রমের ফল ভোগ করিব ও ধন্য হইবা ও তোমার মঙ্গল হইবে। তোমার স্ত্রী তোমার গৃহের পাশ্বস্থ ফলবতী ৩ দ্রাক্ষালতার ন্যায় হইবে, ও তোমার সন্তানবর্গ তোমার মেজের চতুদিগে জিতবৃক্ষের চারার ন্যায় হইবে। দেখ, যে জন পরমেশ্বরকে ভয় করে, সে এমন অণশীবৰ্বাদ প্রাপ্ত হয়। পরমেশ্বর সিয়েশনে থাকিয় তোমাকে ৫ অণশীৰ্ব্বাদ করিবেন, ও তুমি যাবজ্জীবন যিরশালমের মঙ্গল দশন করিব। এব০ অাপন সন্তানদের ব০\শ ও ৩ ই সুয়েল লোকদের মঙ্গল দেখিতে পাইব। ১২৯ গীত । উপদ্রবি লোকদের বিরুদ্ধে বিলাপ ও প্রার্থন । যাত্রাকালীয় গীত। ইসুয়েল লোক এখন এই কথা কহিতে পারে, লো- ১ .কের অামার বাল্যকালাবধি বার ২ অণমাকে তাড়ন। করিয়াছে । লোকের অামার বাল্যকালাবধি বার ২ ২ অামাকে তাড়না করিয়াছে, কিন্তু আমাকে জয় করিতে পারে নাই। কৃষকেরা আমার পৃষ্ঠদেশে হাল বহি- ৩ য়াছে ও দীর্ঘ সীতা কাটিয়াছে। কিন্তু পরমেশ্বর ৪ যাথার্থিক, তিনি পাপিগণের রজু ছেদন করিয়াছেন। 182