বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০ গীত।] দায়ুদের গীত। > プ3 ৫ সিয়োনের ঘৃণাকারি সকল লজ্জিত ও পরাভূথ হইবে। শু ছাতের উপরিস্থ যে তৃণ উৎপাটিত হওনের পূৰ্ব্বে শুষ্ক হয়, তাহারা সেই তৃণের ন্যায় হইবে। ঘাসড়িয়া তাহাতে আপন হস্ত ও অাটিবন্ধক অণপন ক্রোড় ৮ পূর্ণ করে না ; এবং পথিকেরা তাহাদিগকে এই কথা বলে না, “ তোমাদের প্রতি পরমেশ্বরের অণশীবৰ্বাদ হউক, ও আমরা পরমেশ্বরের নামে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করি।’ ১৩০ গীত । পরমেশ্বরে প্রত্যাশা করণ । যাত্রাকালীয় গীত। ১ হে পরমেশ্বর, অামি গভীর জলে থাকিয় তোমাকে ২ আহ্বান করিতেছি। হে প্রভো, আমার রব শুন, ৩ অামার বিনতিবাক্য তোমার কর্ণগোচর হউক। হে প্রভো পরমেশ্বর, তুমি যদি অপরাধ ধর, তবে কে ৪ দাড়াইতে পারিবে ? লোক যেন তোমাহইতে ভীত ৫ হয়, এই নিমিত্তে তোমার নিকটে ক্ষম। অাছে। আমি পরমেশ্বরের অপেক্ষা করি, এব°N আমার মনও তাহার অপেক্ষা করে ; আমি তাহার কথায় প্রত্যাশা ১ করি। প্রহরিগণ যেমন প্রত্যুষের অপেক্ষা করে, যেমন প্রভূর্যেরই অপেক্ষণ করে, ততোধিক অামার মন প্রভূর অপেক্ষা করে। ইসুয়েল বংশ পরমেশ্বরেতে প্রত্যাশা করুক ; কেননা পরমেশ্বরের নিকটে অনুগ্রহ ৮ ও প্রচুর মুক্তি আছে। তিনি ই সুয়েল বণশকে সমস্ত অপরাধ হইতে মক্ত করিবেন। Q 2 183