পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ レ8 দারদের গীত। [১৩১,১৩২ গীত । ১৩১ গীত । নম্র তার বর্ণনা । দায়ুদের কৃত যাত্রাকালীয় গীত । হে পরমেশ্বর, অামার অন্তঃকরণ অহঙ্কারী নয়, ও আমার দৃষ্টি উচ্চগামী নয়, এবণ আমি মহৎ কৰ্ম্মে ও অামার শক্তি অপেক্ষ আশ্চৰ্য্য কৰ্ম্মে ব্যস্ত নহি । অামি নিজ মনকে মাতার নিকটবর্তি স্তন্যত্যাগি শিশুর ন্যায় শান্ত ও দান্ত করিলাম, আমার অন্তরস্থ মন স্তন্যত্যাগি শিশুর তুল্য। ইসুয়েল বণশ অদ্যাবধি সদাকাল পর্য্যন্ত পরমেশ্বরের প্রত্যাশা করুক। ১৩২ গীত। ১ পরমেশ্বরের সেবাতে দায়ুদের উদযোগ ও প্রার্থনা, ১১ ও তাহার প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞ । যাত্রাকালীয় গীত । হে পরমেশ্বর, তুমি দায়ুদকে ও তাহার সমস্ত ক্লেশকে স্মরণ কর। সে পরমেশ্বরের কাছে শপথ করিয়া যাকবের বলদাতা ঈশ্বরের উদেশে এই মানত করিয়াছিল, আমি যে পৰ্য্যন্ত পরমেশ্বরের নিমিত্তে এক স্থানের ও যাকুবের বলদাতা ঈশ্বরের নিমিত্তে এক আবাসস্থানের উদ্দেশ না পাই, তাবৎ আপনার বাটীর আবাসে যাইব না, ও শয্যাতে উঠিব না, এব০ আপন চক্ষুতে নিদ্রা ও চক্ষুপক্ষ্মেতে তন্দ্রী অাসিতে দিব না। দেখ, আমরা ইফুথিাতে তাহার সমাচার শুনিয়াছি, ও যিয়ারীমের প্রান্তরে তাহ পাইয়াছি। আইস আমরা তাহার অাবাসে গিয়া তাহার পাদপীঠে প্রণাম করি । হে পরমেশ্বর, তুমি উঠিয়া অাপন শক্তির ধৰ্ম্মসিন্দুকের সহিত অাপন বিশ্রামস্থানে গমন 184 o o o